Mamata Banerjee

Mamata Banerjee: এক পোর্টালেই মিলবে জন্ম, মৃত্যুর শংসাপত্র, ৫ মে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা

আগামী শুক্রবার নেতাজি ইন্ডোরে স্বাস্থ্য দফতরের এক অনুষ্ঠানে নতুন এই পোর্টালটির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২২ ২০:১৩
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

এক পোর্টালেই মিলবে জন্ম, মৃত্যুর শংসাপত্র। এমনই একটি পোর্টাল আনতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। আর স্বাস্থ্য দফতরের এই পোর্টালটির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার নেতাজি ইন্ডোরে স্বাস্থ্য দফতরের এক অনুষ্ঠানে নতুন এই পোর্টালটির উদ্বোধন করবেন তিনি।এই পোর্টালের মাধ্যমে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলি শিশুদের জন্মের পরেইতাঁদের যাবতীয় তথ্য সেই পোর্টালটিতে গিয়ে তুলে দিতে পারবে।

Advertisement

একই ভাবে হাসপাতালে কোনও ব্যক্তির মৃত্যু হলে, সেই সংক্রান্ত তথ্যগুলিও হাসপাতালের পক্ষ থেকেই পোর্টালে তুলে দেওয়া যাবে। তবে প্রশ্ন উঠছে, হাসপাতালগুলির তরফে তথ্য পোর্টালে তুলে দেওয়ার পর তা যাচাই করবে কে? এক সরকারি আধিকারিক জানাচ্ছেন, পোর্টালের যাবতীয় তথ্য যাচাই করার জন্য স্থানীয় পঞ্চায়েত কিংবা পুরসভাগুলি থেকে অনলাইনে যাচাই করা হবে। আর যাচাই করা হয়ে গেলে পোর্টাল থেকেই নির্ভুল জন্ম-মৃত্যু শংসাপত্র অনলাইনে পেয়ে যাবেন পরিবারের সদস্যরা।কেন্দ্রীয় সরকারের এই সংক্রান্তএকটি পোর্টাল রয়েছে। নাম‘সিভিল রেজিস্ট্রি সিস্টেম। এই পোর্টালের মাধ্যমেও জন্ম-মৃত্যু শংসাপত্র দেওয়া হয়। এ বার রাজ্য সরকার এই সংক্রান্ত বিষয়ের জন্য পৃথক পোর্টাল তৈরি করল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement