Mamata Banerjee

Suvendu Adhikari: উত্তরপ্রদেশে বেশি করে প্রচার যান মমতা, লাভ হবে বিজেপি-র! খোঁচা শুভেন্দুর

খোঁচা দিয়ে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে বেশি করে উত্তরপ্রদেশের প্রচারে নিয়ে যাওয়া হোক। তা হলে বিজেপি-রই লাভ হবে। বিজেপি-র আসন সংখ্যা বাড়বে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ১৯:৩৮
Share:

মমতা উত্তরপ্রদেশের প্রচারে গেলে লাভ হবে বিজেপি! কটাক্ষ শুভেন্দুর ফাইল চিত্র।

বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে অখিলেশ যাদবের হাত শক্ত করতে উত্তরপ্রদেশের ভোটে প্রচারে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালীঘাটের বাসভবনে তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ। বাংলার মুখ্যমন্ত্রীর এমন রাজনৈতিক কর্মসূচির কথা জানতে পেরেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খোঁচা দিয়ে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে বেশি করে উত্তরপ্রদেশের প্রচারে নিয়ে যাওয়া হোক। তা হলে বিজেপি-রই লাভ হবে। বিজেপি-র আসন সংখ্যা বাড়বে।’’

Advertisement

নন্দীগ্রাম বিধায়কের যুক্তি, ‘‘পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসায় যে ভাবে বিজেপি কর্মীদের খুন করা হয়েছে, ঘরছাড়া করা হয়েছে, মারধর করে বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বিজেপি করার অপরাধে মহিলাদের সম্মানহানি করা হয়েছে, তা এখনও কেউ ভুলে যাননি।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘উত্তরপ্রদেশে বাংলার মুখ্যমন্ত্রী প্রচারে গেলে সেই সব বিষয় আবারও নতুন করে তুলে ধরা হবে। উত্তরপ্রদেশের মানুষ জানবে স্বাধীনতার পর ভোট পরবর্তী হিংসায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কী ভাবে নজিরবিহীন ভাবে বিজেপি-র নেতা-কর্মী ও সমর্থকরা আক্রান্ত হয়েছেন। তাতে কাশী বিশ্বনাথ ও রাম জন্মভুমির রাজ্যের মানুষ মমতার প্রচারের বিপক্ষে ভোট দেবেন।’’ শুভেন্দুর মতে, এই সব বিষয় সেখানে প্রচারিত হলে, বিজেপি-র আসন সংখ্যা বাড়বে।

প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি লখনউতে ভার্চুয়াল সভা করার পাশাপাশি, অখিলেশকে সঙ্গী করে এক সাংবাদিক সম্মেলন করবেন মমতা। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বেনারসেও এক ভার্চুয়াল সভায় অংশ নেবেন তিনি। তার পাল্টা কি উত্তরপ্রদেশে গিয়ে জনসভা করবেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা? এমন প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, ‘‘বিজেপি-র উত্তরপ্রদেশ শাখা খুবই শক্তিশালী। সেখানে আমরা প্রচারে না গেলেও, সেখানকার নেতারা জয়ী হবেন।’’ বরং যোগীজির মতো নেতা এসে বাংলার সংগঠনকে শক্তি যোগাতে পারেন বলেই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা।

Advertisement

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য আবার কটাক্ষের সুরে বলেছেন, ‘‘লখনউয়ের সন্ধ্যা এবং বেনারসের ভোট না দেখলে জীবন অসম্পূর্ণ। তাই মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে এ সব দেখেই আসতে পারেন। যোগী সরকার কত সুন্দর উত্তরপ্রদেশ সাজিয়েছে, সেটাও যেমন তিনি দেখতে পাবেন, তেমনই প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বেনারস কী ভাবে সেজে উঠেছে, তা-ও তিনি দেখতে পাবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement