Mamata Banerjee

Mamata Banerjee: বিপ্লবের অত সাহস নেই, অমিত শাহের নির্দেশেই ত্রিপুরায় হামলা চলছে, অভিযোগ মমতার

ত্রিপুরায় আহত তৃণমূল নেতানেত্রীদের দেখতে সোমবার সকালে এসএমকেএম হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২১ ১১:৩৭
Share:

মমতা, অমিত এবং বিপ্লব। নিজস্ব চিত্র।

ত্রিপুরায় তৃণমূলের নেতানেত্রীদের উপর হামলার হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে। সোমবার এসএসকেএম থেকে এমনই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘আমি বিশ্বাস করি, এ সবই হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহের নির্দেশে। তা না হলে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর অত সাহস হতে পারে না।’’

Advertisement


ত্রিপুরায় আহত তৃণমূল নেতানেত্রীদের দেখতে সোমবার সকাল ১১টা ১৫ নাগাদ এসএমকেএম হাসপাতালে পৌঁছন মমতা। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। হাসপাতালে পৌঁছে সোজা চলে যান উডবার্ন ওয়ার্ডে। যেখানে ভর্তি রয়েছেন ত্রিপুরায় আহত সুদীপ-জয়ারা। মিনিট পনেরো ছিলেন হাসপাতালে।

আহত ছাত্রনেতাকে দেখতে উডবার্ন ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।

উডবার্ন ওয়ার্ড থেকে বেরিয়ে মমতা জানান ছাত্রনেতা সুদীপের মাথায় আঘাত রয়েছে। এখনও মারের চোটে গাল, লাল হয়ে রয়েছে জয়ার। মমতা বলেন, ‘‘ওদের উপর পাথর ছোড়া হয়েছে। গুলি চালানো হয়েছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। তার পর ৩৬ ঘণ্টা কোনও চিকিৎসা হয়নি। এমনকি জলও দেওয়া হয়নি। পুলিশের সামনেই এই হামলা হয়েছে।’’ তাঁর অভিযোগ, ‘‘যারা অত্যাচার করল, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হল না। বিজেপি, একটা দানবীয় দল ত্রিপুরা চালাচ্ছে। পরবর্তী নির্বাচনে আমরাই ত্রিপুরায় জিতব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement