Matua Voters

Mamata Banerjee: মতুয়া ভোট চাই! মে মাসে কল্যাণীতে সভা করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী মে মাসের প্রথম সপ্তাহে নদিয়া জেলার কল্যাণীতে রাষ্ট্রীয় অধিবেশনের প্রস্তুতি নেওয়া হয়েছে নমঃশূদ্র বিকাশ পরিষদের তরফে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২২ ১২:২৯
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়।

মতুয়া ভোট চাই! তাই এবার মতুয়াদের সংগঠনের সভায় হাজির হতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মে মাসের প্রথম সপ্তাহে নদিয়া জেলার কল্যাণীতে রাষ্ট্রীয় অধিবেশনের প্রস্তুতি নেওয়া হয়েছে নমঃশূদ্র বিকাশ পরিষদের তরফে। নমঃশূদ্র সমাজের উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ করার জন্য ওই অধিবেশনে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চান তাঁরা। তাই নবান্নে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণবার্তা পাঠানো হয়েছিল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর দফতর ওই সভায় তাঁর হাজির থাকার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে। তবে এখনও দিনক্ষণ না জানানোয় চূড়ান্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। তাই মুখ্যমন্ত্রীর দফতর সভার দিন নিশ্চিত ভাবে জানালেই সভার আয়োজনের বিষয়ে তোড়জোড় শুরু করবে নমঃশূদ্র বিকাশ পরিষদ।

Advertisement

ওই সভায় মুখ্যমন্ত্রী মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আবারও রাজ্য সরকার তথা তাঁর দল তৃণমূলের অবস্থান স্পষ্ট করতে পারেন বলেই আশা করছে নমঃশূদ্র বিকাশ পরিষদ। মতুয়াদের নিয়ে মুখ্যমন্ত্রীর দলের রাজনৈতিক অবস্থান হল, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর বাংলায় বিরোধিতা করা। সেই সঙ্গে বলা হয়েছে, উদ্বাস্তু ভোটাররা সকলেই ভারতীয় নাগরিক। তাই সিএএ-র প্রয়োজন নেই পশ্চিমবঙ্গে। রাজ্যের গত কয়েকটি নির্বাচনে মতুয়াদের সমর্থন বিজেপির পক্ষে গিয়েছে। সম্প্রতি আবার মতুয়া মহাসঙ্ঘের বারুণীর মেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল বক্তৃতা দিয়েছেন। বিজেপি শিবির আবার মুখ্যমন্ত্রীর জনসভায় হাজির হওয়ার ঘটনাকে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সভার পাল্টা হিসেবেই দেখছেন। প্রসঙ্গত, নমঃশূদ্রদের একটি বড় অংশ মতুয়া সম্প্রদায়ভুক্ত।

মতুয়া সম্প্রদায়ের ভোট বেশ কয়েকটি বিধানসভা ও লোকাসভা কেন্দ্রে জয়ের ক্ষেত্রে নির্ণায়ক হয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মতুয়া ভোট যেমন বিজেপি-কে ১৮টি আসন পেতে সাহায্য করেছিল, তেমনই ২০২১ সালের বিধানসভা ভোটের ভরাডুবিতেও বিজেপির মতুয়া ভোটব্যাঙ্ক অক্ষুন্ন ছিল। কিন্তু এ বার সেই ভোটব্যাঙ্ককে ফিরে পেতে চাইছে বাংলার শাসক দল তৃণমূল। তাই কল্যাণীর জনসভায় হাজির হয়ে মুখ্যমন্ত্রী মতুয়া সমাজকে নিজেদের পক্ষে আসার বার্তা দিতে পারেন। আগামী বছর রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। তার পর ২০২৪ সালে দেশের লোকসভা নির্বাচনের কথা রয়েছে। মতুয়াদের সমর্থন পেতে এখন থেকেই উদ্যোগ শুরু করছেন মুখ্যমন্ত্রী, এমনটাই মত নমঃশূদ্র বিকাশ পরিষদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement