State News

বিজেপি ‘বিরোধিতা’র প্রশ্নে বাম-কংগ্রেসকে তোপ মমতার

এনপিআর নিয়ে মিথ্যা প্রচারের অভিযোগে সিপিএমের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করবে রাজ্য সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ০৪:৪৯
Share:

—ফাইল চিত্র।

কেন্দ্রের সঙ্গে সংঘাতে নেমে সিপিএম ও কংগ্রেসকে একযোগে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনপিআর নিয়ে সিপিএমের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন তিনি পাশাপাশি পুদুচেরি ও মধ্যপ্রদেশে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে এখানে বিক্ষোভ দেখানোয় দ্বিচারিতার অভিযোগ করেছেন কংগ্রেসের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেউ বিজেপির কোলের বালিশ কেউ বিজেপির মাথার বালিশ।’’

Advertisement

এনপিআর নিয়ে মিথ্যা প্রচারের অভিযোগে সিপিএমের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করবে রাজ্য সরকার। মমতা এদিন বলেন, ‘‘এখানে এনপিআর হচ্ছে বলে প্রতিদিন মিথ্যা কথা বলছে সিপিএম। আমি প্রশাসনকে পদক্ষেপ করতে বলেছি।’’ এনপিআর নিয়ে দলীয় মুখপত্রে সিপিএমের প্রকাশিত সংবাদ নিয়েই এই অভিযোগ। সেই সূত্রেই বিজেপির বিরুদ্ধে বামেদের আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, ‘‘আমার মঞ্চে এসে বলছে মোদী এখানে এলেন কেন? আন্দোলন করুন না। নিজেদের মুখপত্রে বিজ্ঞাপন নিয়ে মোদীর প্রচার করছে আর এখানে স্লোগান দিচ্ছে মমতা গো ব্যাক!’’ কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘নিজেদের ভোটটা বিজেপির বাক্সে দিয়ে এসেছে। এখন আর আন্দোলন করবে কী করে?’’

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘মিথ্যাচারে মুখ্যমন্ত্রীকে হারানোর ক্ষমতা কারও নেই। তিনি মুখে একরকম বলছেন আর তারই দলের পরিচালিত পুরসভায় এনপিআর-এর বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে।’’

Advertisement

আরও পড়ুন: বৈঠকে যাব না, ক্ষমতা থাকলে সরকার ভেঙে দেখাক: মমতা

প্রধানমন্ত্রীর সফরের দিন বামেদের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে ছিল কংগ্রেসও। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর থেকে তাঁকে যেভাবে সমালোচনা করা হচ্ছে তার জবাব দিয়ে মমতা বলেন, ‘‘সরকারের একটা সৌজন্য থাকে। পুদুচেরিতে, মধ্যপ্রদেশে তো কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়েছে। শুধু মমতাকে দেখলেই অ্যালার্জি!’’

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, ‘‘প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় কোনও মন্ত্রীকে যে কোনও রাজ্যের মন্ত্রীই স্বাগত জানাতে পারেন। মুখ্যমন্ত্রী তো কেন্দ্রের ডাকা বৈঠকে যান না অথচ একান্তে বৈঠক করেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement