Mamata Banerjee praises Arijit Singh

অরিজিৎ ‘মা-মাটি-মানুষের লোক’, গায়কের ইচ্ছাপূরণ করতে সব সাহায্য করবেন দিদি

মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে সেখানকার ভূমিপূত্র সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গায়কের ইচ্ছাপূরণ করতে বিশেষ বার্তাও দিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ১৫:৪১
Share:

অরিজিৎ সিংহের প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়তে চান গায়ক। এই ইচ্ছার কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন অরিজিৎ। সোমবার ‘মুর্শিদাবাদের ছেলের’ জেলায় দাঁড়িয়েই এই ইচ্ছাপূরণের আশ্বাস দিলেন মমতা। পাশাপাশি বললেন, ‘‘অরিজিৎ মা-মাটি-মানুষের লোক।’’

Advertisement

ঠিক এক মাস আগে, গত ১৫ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন অরিজিৎ। সেখানে তাঁকে মঞ্চে গান গাইতে অনুরোধ করেছিলেন মমতা। মুখ্যমন্ত্রীর কথা মতো মঞ্চে প্রথমে পরিচালক রাজ চক্রবর্তীর (ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক) ছবি ‘বোঝে না সে বোঝে না’ ছবির গান গেয়ে শোনান অরিজিৎ। এর পরেই মঞ্চে হাজির শাহরুখ খানের সামনে তাঁর ছবি ‘দিলওয়ালে’র গান ‘রং দে তু মোহে গেরুয়া’র দু’লাইন শোনান গায়ক। সেই ভিডিয়ো টুইট করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মমতার উপস্থিতিতে ‘রং দে তু মোহে গেরুয়া’ গাওয়া নিয়ে অরিজিৎকে ঘিরে সরগরম হয় রাজ্য রাজনীতি।

এই বিতর্কের মধ্যেই ইকো পার্কে অরিজিতের অনুষ্ঠান বাতিলের খবর প্রকাশ্যে আসে। যা বিতর্কের আগুনে ঘি ঢালে। ‘গেরুয়া রং’ সংক্রান্ত গান গাওয়ার কারণেই ‘রাজনৈতিক প্রতিহিংসা’য় অরিজিতের অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে অভিযোগ করে বিজেপি। কিন্তু দেখা যায়, অরিজিৎ ওই গান গেয়েছিলেন ১৫ ডিসেম্বর। আর অনুষ্ঠান বাতিলের পর আগাম জমা দেওয়া ৫ লক্ষ টাকা ফেরত গিয়েছে ৮ ডিসেম্বর। অর্থাৎ, তার এক সপ্তাহ আগে!

Advertisement

সোমবার সাগরদিঘির সভায় মমতা বলেন, ‘‘মুর্শিদাবাদ জেলার ছেলে অরিজিৎ। খুব ভাল গান করে। সারা বিশ্বের গর্ব। ও জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ হাসপাতাল গড়তে চায়। মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলছি, তুমি করো, সব রকম সাহায্য করবে রাজ্য সরকার। তুমি এগিয়ে এসো।’’

শুধু অরিজিতের হাসপাতাল তৈরির ইচ্ছাপূরণই নয়, অরিজিতের ভূয়সী প্রশংসাও করেছেন মমতা। তিনি বলেছেন, ‘‘ও (অরিজিৎ) একটা মা-মাটি-মানুষের লোক। ওর কোনও অহঙ্কার নেই। ওর নিজের গুণই অলঙ্কার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement