মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর। ফাইল চিত্র।
রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় পেগাসাসের সাহায্যে তাঁর এবং প্রশান্ত কিশোর (পিকে)-র মোবাইলে আড়ি পেতেছিল কেন্দ্র। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে একটি ঘটনারও উল্লেখ করেছেন তৃণমূলনেত্রী।
মমতা বৃহস্পতিবার অভিযোগ করেন, বিধানসভা ভোটের সময় কালীঘাটে তৃণমূলের একটি বৈঠকের খবর পিকের মোবাইলের মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছিল। তিনি বলেন, ‘‘ওই বৈঠকে আমি আর পিকে ছাড়াও সুব্রত (বক্সী) এবং অভিষেক (বন্দ্যোপাধ্যায়) ছিল। প্রত্যেকের কাছে মোবাইল ছিল। কিন্তু বৈঠকের সময় কেউ কোনও ফোন করেনি।’’
মমতার দাবি, পরে পিকের ফোন অডিট করতে গিয়ে ধরা পড়ে, বৈঠকের কথোপকথন ফাঁস হয়ে গিয়েছে। প্রসঙ্গত, বুধবার ২১ জুলাইয়ের কর্মসূচিতেও মমতা অভিযোগ করেছিলেন, পেগাসাস স্পাইওয়্যারের সাহায্যে তাঁর ফোনে আড়ি পাতছে কেন্দ্র। ভার্চুয়াল সভায় নিজের ফোন দেখিয়ে তিনি বলেন, ‘‘আমি কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারি না। কারণ, ফোন ট্যাপ হচ্ছে। আমি তো আমার ফোনের ক্যামেরায় স্টিকিং প্লাস্টার লাগিয়ে দিয়েছি।’’