State News

ধর্মের নামে বিভেদের রাজনীতি করছে বিজেপি, বললেন মমতা

বাংলায় সিএএ বা এনআরসি হবে না বলে জানালেন মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ১৩:১০
Share:

—ফাইল চিত্র।

বাংলায় কোনও ভাবেই সিএএ এবং এনআরসি আইন কার্যকর করতে দেবেন না বলে ফের দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তাঁর দাবি, বিজেপি ধর্ম নিয়ে খেলা করছে, তা নিয়ে বিভাজনের রাজনীতি করছে।

Advertisement

মঙ্গলবার সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র বিরুদ্ধে ফের পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন দুপুরে বিধান সরণি থেকে তিনি বেলেঘাটা পর্যন্ত মিছিল করেন। মিছিল শুরু হওয়ার আগে বিধান সরণিতে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে এক জমায়েতে বিজেপি বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মমতা। এর পর মিছিলে অংশ নেন তিনি। বেলেঘাটায় মিছিল শেষে ফের মমতার দাবি, বাংলায় এনআরসি বা সিএএ আইন চালু করা হবে না।

Advertisement

এক নজরে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়:

• মতুয়াদের উন্নতি তৃণমূল করেছে।

• বাংলায় এনআরসি হবে না।

• আমরা কেউ বাংলা ভাগ হতে দেব না। আমরা কেউ ভারত ভাগ হতে দেব না।

• আমাদের এখানে কোনও ডিটেনশন ক্যাম্প হয়নি।

• দেশে শুধু বিজেপি থাকবে, এটা হতে পারে না।

• এখানে সকলেই স্বীকৃত নাগরিক।

• আমরা হিন্দু-মুসলমান ভাগাভাগি করতে দেব না।


দুপুর আড়াইটে নাগা মিছিল করে বেলেঘাটা পৌঁছলেন মমতা। সেখানে গিয়ে জমায়েতের উদ্দেশে ফের বক্তব্য শুরু করেন তিনি।

• গাড়ি চড়ে বিজেপির নেতাদের মিছিল।

• বিজেপিকে এ রাজ্যে মিছিল করতে বাধা দেওয়া হয়নি।

• তৃণমূলের প্রতিনিধিদের লখনউতে যেতে দেওয়া হয়নি।

• বিজেপির এক জন প্রতিনিধি নিন্দা করে বেড়াচ্ছেন।

আরও পড়ুন: সিএএ-তে কেন মুসলিমদের অন্তর্ভুক্ত করা হবে না, বিজেপির উল্টো পথে চন্দ্রকুমার বসু

• বাংলায় জাতীয় নাগরিকপঞ্জি হবে না।

• বাংলায় নাগরিকত্ব আইন বলবৎ করা হবে না।

• ধর্ম নিয়ে খেলছে বিজেপি।

• ধর্মের নামে বিভাজনের রাজনীতি বিজেপি।

• বিজেপিশাসিত উত্তরপ্রদেশ ও কর্নাটকে আগুন জ্বলছে।

• ঝাড়খণ্ডের মানুষ বিজেপিকে জবাব দিয়েছে।

• দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলন চলছে।

• বিজেপির ফাঁদে কেউ পা দেবেন না।

• এ আন্দোলন ভারতের অধিকার রক্ষার লড়াই।

• অহংকার-ঔদ্ধত্বের ফলেই বিজেপির পরাজয়।

• স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সারা দেশে এনআরসি হবে।

• স্বরাষ্ট্রমন্ত্রীর উল্টো কথা প্রধানমন্ত্রীর।

• স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী দু’জনেই মিথ্যে কথা বলছেন।

• মতুয়াদের কেন অপমান করা হচ্ছে।

• মতুয়াদের নাগরিতত্ব দেওয়ার নামে অপপ্রচার।

• মতুয়ারা সকলেই এ দেশের নাগরিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement