জালিয়ানওয়ালাবাগ স্মারক।—ফাইল চিত্র।
জালিয়ানওয়ালাবাগ কাণ্ডের স্মৃতিতে বিধানসভায় একটি স্মারক তৈরির জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জালিয়ানওয়ালাবাগের ঘটনার শতবর্ষ পূর্তি উপলক্ষে বিধানসভায় আলোচনায় মমতা বুধবার বলেন, ‘‘বিধানসভা ওই ঘটনার স্মারক তৈরি করলে ভাল হবে।’’ বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নানও মুখ্যমন্ত্রীর প্রস্তাব সমর্থন করেন। স্পিকার মুখ্যমন্ত্রীর ওই প্রস্তাবে সম্মতি দেন। মুখ্যমন্ত্রী এ দিন স্পিকারকে আরও অনুরোধ করেন, ‘‘বিধানসভা অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। অনেক চিরস্মরণীয় নথি, দলিল এখানে আছে। নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের দেখার স্বার্থে সেগুলো ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হোক।’’ স্পিকার জানান, ওই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।