Mamata Banerjee

‘দুয়ারে সরকার’ বিশ্বের কাছে মডেল, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

২৫ জানুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার চলবে। এই প্রকল্পে ১ কোটি ১২ লক্ষ নাম নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছেন মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ১৬:২৩
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়।

‘দুয়ারে সরকার’ প্রকল্প বিশ্বের কাছে একটা মডেল। সোমবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্প অভূতপূর্ব সাড়া ফেলেছে বলেও দাবি তাঁর। স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী-সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের প্রসঙ্গও উঠে এসেছে মুখ্যমন্ত্রীর কথায়।

Advertisement

তিনি জানান, আগামী ২৮ ডিসেম্বর বীরভূমে যাবেন। ২৯ ডিসেম্বর বোলপুরে রোড শো করবেন। এই বৈঠক থেকেই বিজেপি-কে আক্রমণ করেন তিনি।

Advertisement

কী বললেন মমতা

• আমরা এনপিআর এবং এনআরসি-র বিরুদ্ধে। আমরা কাউকে দেশ থেকে বাইরে বার হতে দেব না।

• মিথ্যা তথ্য দেওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বেমানান। আমি অমিতজি বলব মিথ্যা কথা বলবেন না। যা যা মিথ্যা কথা বলেছেন সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। কাল মন্ত্রিসভার বৈঠকের পর প্রমাণ-সহ সব বলব।

• উনি কাল কিছু কথা সম্পূর্ণ মিথ্যা বলে গিয়েছেন। উনি বলেছেন আমরা নাকি ইন্ড্রাস্ট্রিতে জিরো। কিন্তু আমরা ক্ষুদ্র-মাঝারি শিল্পে দেশের মধ্যে এক নম্বরে।

• উনি জানেন তো সোনা কাকে বলে, রুপো কাকে বলে, তামা কাকে বলে। উনি এটাও জানেন নিশ্চয়ই আর্মস কাকে বলে, দাঙ্গা কাকে বলে, কমিউনাল কাকে বলে, সেকুলার কাকে বলে।

• রক্ত দেওয়ার জন্য তৈরি থাকব, কিন্তু রবীন্দ্রনাথ, নজরুল, গাঁধীজি, বিবেকানন্দকে কখনওই অপমান করতে দেব না। অম্বেডকর, বীরসা আমাদের দেশের গর্ব।

• রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কোনও অবমাননা মানব না।

• ২৮ ডিসেম্বর বীরভূম যাব। ২৯ ডিসেম্বর দুপুরে মিছিল করব। মা-মাটি-মানুষের মিছিল হবে। রাঙামাটির মিছিল হবে।

• ‘দুয়ারে সরকার’ বিশ্বের কাছে মডেল।

• কোভিড নিয়ে যে সব সরকারি কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক নানা সংগঠনের ক্যাম্পে কাজ করছে দিনরাত, তাঁদের শংসাপত্র দেওয়া হবে। ২ মাস পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তাঁদের।

• খাদ্য সাথীতে ৭ লক্ষ ১৪ হাজার আবেদন জমা পড়েছে।

• স্বাস্থ্য সাথীতে ৪ লক্ষ ৭২ হাজার কার্ড দেওয়া হয়েছে।

• প্রাণিবন্ধুদের ভাতা বাড়ানো হয়েছে। ভাতা বেড়ে হয়েছে ৩ হাজার টাকা।

• জনকল্যাণ প্রকল্পে ২৪ হাজার কোটি টাকা খরচ হয়েছে।

• কৃষক বন্ধু প্রকল্পে ১ লক্ষ ৯০ হাজার আবেদন জমা পড়েছে। পরিষেবা দেওয়া হয়েছে ১ লক্ষ ৫৩ হাজার জনকে।

• ১০০ দিনের কাজে ১০ লক্ষ ৮২ হাজার জন আবেদনের জন্য যোগাযোগ করেছেন। ৭ লক্ষ ৫২ হাজার আবেদনপত্র জমা পড়েছে। তার মধ্যে ৪ লক্ষ ৭৬ হাজার জনকে পরিষেবা দেওয়া হয়েছে।

• তফসিলি বন্ধু ১০ হাজার জমা পড়েছে। পরিষেবা পেয়েছেন ৬ হাজার ৬০০ জন।

• রূপশ্রী প্রকল্পে ৪৪ হাজার আবেদন জমা পড়েছে। পরিষেবা দেওয়া হয়েছে ২৬ হাজার জনকে।

• শংসাপত্রে ৯ লক্ষ ৫১ হাজার আবেদন জমা পড়েছে। ৬৯ হাজার পরিষেবা দেওয়া হয়েছে।

• দুয়ারে সরকার প্রকল্পে ১ কোটি ১২ লক্ষ নাম নথিভুক্ত হয়েছে।

• ‘দুয়ারে সরকার’ প্রকল্পে অভূতপূর্ব সাফল্য এসেছে।

• ২৫ জানুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement