Krishnanagar

কৃষ্ণনগরে দলের রদবদলে রাশ টানলেন মমতা

লোকসভা ভোটের পর একাধিক জায়গায় সংশ্লিষ্ট সাংসদকে তাঁর কেন্দ্রের দায়িত্ব দিয়েছিল তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০২০ ০৫:১০
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র

সাংগঠনিক পদে রদবদল নিয়ে শুরু দলীয় কোন্দলে আপাতত ইতি পড়ল নদিয়ার তৃণমূলে। কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় স্থানীয় নেতৃত্বের রদবদলের সিদ্ধান্ত স্থগিত রাখতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, মঙ্গলবার জেলা দলের ভারপ্রপাপ্ত নেতাদের এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি।

Advertisement

লোকসভা ভোটের পর একাধিক জায়গায় সংশ্লিষ্ট সাংসদকে তাঁর কেন্দ্রের দায়িত্ব দিয়েছিল তৃণমূল। সেই সূত্রেই নদিয়ার কৃষ্ণনগরের দায়িত্ব পান মহুয়া মৈত্র। সূত্রের খবর, তখন থেকেই দল পরিচালনা নিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে নানা বিষয়ে মতভেদ শুরু হয় তাঁর। সম্প্রতি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক দলীয় পদে নেতা বদল করার উদ্যোগ শুরু হয়। তাকে কেন্দ্র করে দলের মধ্যে টানাপোড়েনও বাড়ে। একাধিক বিধায়ক এ নিয়ে দলের দুই পর্যবেক্ষক তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁদের আপত্তির কথা জানান। বিধায়ক ও জেলা নেতাদের দু’একজন কথা বলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গেও।

তারপর এদিন মুখ্যমন্ত্রী বিধানসভা ভবনে এলে বিধায়কদের তরফে তাঁর কানেও বিষয়টি পৌঁছে দেওয়া হয়। তিনি সঙ্গে সঙ্গে এই প্রক্রিয়া বন্ধ রাখতে নির্দেশ দেন। মহুয়া অবশ্য এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement