—প্রতীকী ছবি।
বাড়ি বসে নয়, হাসপাতালে বসে মুদিবাজারের দৈনন্দিন সামগ্রী অনলাইনে অর্ডার করছিলেন এক তরুণ। অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গেই তা নজরে পড়ে ডেলিভারি সংস্থার। বিলম্ব না করে তরুণকে পাল্টা জবাবও দেয় তারা। সমাজমাধ্যমে সেই জবাবের স্ক্রিনশটই ঘোরাফেরা করছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘সঞ্জিত সাহু’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ছবি পোস্ট করা হয়েছে। অনলাইন ডেলিভারি সংস্থার তরফে যে বার্তা দেওয়া হয়েছে তারই স্ক্রিনশট সেটি।
স্ক্রিনশটটি লক্ষ করলে বোঝা যায়, তরুণ ক্রেতা হাসপাতাল থেকে সামগ্রী অর্ডার করেছেন। তা দেখে ডেলিভারি সংস্থার তরফে জানানো হয়, তারা গুরুত্ব দিয়ে সেই অর্ডারটি গ্রহণ করেছে। সংস্থার তরফে আরও লেখা হয়, ‘‘আমরা লক্ষ করেছি যে আপনি হাসপাতাল থেকে অর্ডার করেছেন। আপনি এবং আপনার পরিবারের সকলে যেন ভাল থাকেন সেই কামনা করি।’’
সেই স্ক্রিনশটটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তা ভালবাসায় ভরিয়ে দেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন বলেছেন, ‘‘আমিও এক বার হাসপাতাল থেকে অর্ডার করেছিলাম। বলেছিলাম আমার ঘরে এসেই ডেলিভারি করে যেতে। প্রথমে সন্দেহ হয়েছিল যে, ডেলিভারি বয় কোনও অজুহাত দেখিয়ে ঘরে অর্ডার করা সামগ্রী পৌঁছে দিতে আসবেন না। কিন্তু আমি ভুল প্রমাণিত হয়েছিলাম।’’