Mamata Banerjee-Sourav Ganguly

নবান্নে মমতা-সৌরভ সাক্ষাৎ

বৃহস্পতিবার এ নিয়ে বিভিন্ন দফতর এবং শিল্পমহলের সঙ্গে বৈঠকও করেছেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সেই দিক থেকে বুধবার মমতা-সৌরভের বৈঠকের তাৎপর্য থাকতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৪ ০৫:৫০
Share:

মমতা বন্দ্যোপাধ্যায় (বাঁ দিকে) এবং সৌরভ গঙ্গোপাধ্যায় (ডান দিকে)। — ফাইল চিত্র।

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বুধবারের সাক্ষাৎ জল্পনা বাড়িয়েছে। বৈঠকের সুনির্দিষ্ট কোনও কারণ স্পষ্ট না হলেও, অনেকে মনে করছেন বিষয়টির মধ্যে রাজনৈতিক কোনও উদ্দেশ্য থাকার সম্ভাবনা বেশ কম। বরং পশ্চিম মেদিনীপুরে শিল্প-বিনিয়োগের যে ঘোষণা সৌরভ করেছিলেন, তা নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে। প্রশাসনের একাংশের যুক্তি, তৃণমূল সরকারের আমলে (বিশেষত বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে) কত বিনিয়োগ প্রস্তাব এসেছে বা তা কার্যকর হয়েছে, তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে নবান্ন। বৃহস্পতিবার এ নিয়ে বিভিন্ন দফতর এবং শিল্পমহলের সঙ্গে বৈঠকও করেছেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সেই দিক থেকে বুধবার মমতা-সৌরভের বৈঠকের তাৎপর্য থাকতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement