Road Accident

Nadia Accident: হাঁসখালির দুর্ঘটনাগ্রস্তদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর, সমবেদনা ধনখড়, শাহেরও

নদিয়ার হাঁসখালিতে পথদুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানানোর পাশাপাশি সাহায্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১২:৪২
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

নদিয়ার হাঁসখালিতে পথদুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানানোর পাশাপাশি সাহায্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে রবিবার সকালে দু’টি টুইট করেছেন মমতা। রাজ্যপাল জগদীপ ধনখড় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুঃখপ্রকাশ করেছেন।

Advertisement

মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, ‘নদিয়ায় পথ দুর্ঘটনার খবর পেয়ে হৃদয় স্তব্ধ হল। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কঠিন সময় পেরতো ভগবান উনাদের শক্তি দিন।’ অপর এক টুইটে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গ সরকার দুর্ঘটনাগ্রস্তদের সমস্ত সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কঠিন সময়ে আমরা পাশে আছি।’’

রাজ্যপাল টুইটে লিখেছেন, ‘নদিয়া জেলায় দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু এবং ৫ জনের আহত হয়েছেন। এই খবর বেদনাদায়ক। আশা রাখছি, মৃতদের পরিবারকে মমতার সরকার সাহায্য করবে। পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা প্রচার দরকার।’

Advertisement

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিয়ে সমবেদনা জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় করা টুইটে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ঘটে যাওয়া পথ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর ওঁদের এই কঠিন পরিস্থিতিতে সহায় হোন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

প্রসঙ্গত, শনিবার গভীর রাতে সৎকার করতে যাওয়া শ্মশানযাত্রীদের ম্যাটাডোর পিছন থেকে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই লরিতে। যার জেরে এখনও অবধি ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েক জন হাসপাতালে চিকিৎসাধীন। নদিয়া জেলার হাঁসখালিতে ঘটেছে এই দুর্ঘটনা। ম্যাটাডোরটি উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকা থেকে আসছিল বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement