Mamata Banerjee On Students' Union Elections

ছাত্র সংসদ ভোট নিয়ে বড় ইঙ্গিত মমতার, বহিরাগত ঠেকাতে পুলিশকে নির্দেশ দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

২০১৭ সালের জানুয়ারি মাসে শেষ বার রাজ্যে ছাত্র সংসদ ভোট হয়েছিল। তার পর বিক্ষিপ্ত ভাবে যাদবপুর, প্রেসিডেন্সির মতো কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হলে‌ও তা সার্বিক ছিল না।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৩ ১৫:২৪
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফেসবুক।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে ছাত্র সংসদ নির্বাচনের ইঙ্গিত দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মেয়ো রোডের সভা থেকে মমতা বলেন, ‘‘অপনারা যদি শান্তিপ্রিয় ভাবে নির্বাচনটা করতে পারেন তা হলে আমি জেলায় জেলায় নির্দেশ দিয়ে দেব।’’ এর পরেই মমতা বলেন, ‘‘আপনারা অশান্তি করেন না। অশান্তি করে ‘গোলি মারো’র লোকজন। এক দিকে গেরুয়া, অন্য দিকে লাল।’’

Advertisement

২০১৭ সালের জানুয়ারি মাসে শেষ বার রাজ্যে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ ভোট হয়েছিল। তার পর বিক্ষিপ্ত ভাবে যাদবপুর, প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতীর মতো কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হলে‌ও তা সার্বিক ছিল না। এ বার সারা রাজ্যে ছাত্র-ভোট করানোর ইঙ্গিত দলেন মমতা।

তৃণমূল নেত্রীর এ হেন ইঙ্গিতের প্রতিক্রিয়ায় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘উনি প্রায়ই এ রকম বলেন। আগে ঘোষণা হোক, তার পর বুঝব। না আঁচানো পর্যন্ত বিশ্বাস নেই।’’

Advertisement

মমতা সোমবার আরও জানিয়েছেন, ছাত্র-ভোটে যাতে বহিরাগতরা কিছু করতে না পারে সেটাও পুলিশকে দেখতে হবে। পাশাপাশি, যাদবপুরকাণ্ডের পর বিজেপির মিছিলে যা ঘটেছে তা নিয়েও গেরুয়া শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘‘ওখানে গিয়ে বলছে ‘গোলি মারো’। দেখি তো কত বড় সাহস। আয় দেখি গোলি মার। আমি পুলিশকে বলেছি, যারা এই গোলি মারো স্লোগান দিয়েছে, তাদের সবক’টাকে গ্রেফতার করতে হবে।’’

সোমবারের সভা থেকে ফের এক বার বিজেপি, সিপিএম ও কংগ্রেসকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ করেন মমতা। তৃণমূল নেত্রী বলেন, ‘‘বিজেপি, সিপিএম, কংগ্রেস এখানে এক হয়ে কা-কা-কা-কা করে ডাকছে। এরা কেউ কুহু ডাকতে পারে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement