West Bengal Assembly Election 2021

Mamata Banerjee Health: হাসপাতাল থেকে ছাড়া পেলেন মমতা, আপাতত কিছুদিনের জন্য বাহন হুইলচেয়ার

৭ দিন পরে ফের তাঁকে চেক আপের জন্য আসতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সব নিয়ম মেনেই চলাফেরা করবেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২১ ১৯:৪৩
Share:

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিটিআই।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। বের হওয়ার সময় দেখা গেল হুইলচেয়ারে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা জানান, তাঁর গোড়ালির ব্যথা অনেকটাই কমেছে। শুক্রবার নতুন করে তাঁর পায়ে প্লাস্টার করা হয়েছে। চিকিৎসকরা তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু হাসপাতালে থাকতে চাননি মমতা। বারবার তিনি অনুরোধ করায় ছুটি দেওয়া হয়েছে তাঁকে। যদিও ৭ দিন পরে ফের তাঁকে চেক আপের জন্য আসতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সব নিয়ম মেনেই চলাফেরা করবেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, প্লাস্টার থাকা অবস্থায় চটি নয়, বরং বিশেষ জুতো পরে হাঁটাচলা করবেন মুখ্যমন্ত্রী। সেই জুতো পরেই হাসপাতাল থেকে বের হন তিনি।

বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালের বিছানা থেকে এক ভিডিয়ো বার্তায় জানিয়েছিলেন, দ্রুত রাজনৈতিক কাজে ফিরতে চান তিনি। প্রয়োজনে হুইলচেয়ার ব্যবহার করবেন। তবে হাসপাতাল সূত্র জানাচ্ছে, বাড়ি ফিরলেও এখনই সক্রিয় ভাবে রাজনৈতিক কার্যকলাপ শুরু করতে পারবেন না তিনি। আগামী কয়েক দিন বাড়িতে থেকেই চিকিৎসা করাতে হবে তাঁকে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সে ক্ষেত্রে শনিবার নয় সোমবার থেকে রাজনৈতিক কর্মসূচি শুরু করতে পারেন মমতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement