Mamata Banerjee

Mamata Banerjee: রাজ্যে ২৩ জেলা বেড়ে হবে ৩০! নতুন সাত জেলা ছ’মাসের মধ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ঘোষণা করেন, আগামী ছ’মাসের মধ্যে রাজ্যে আরও নতুন সাত জেলা। জেলাগুলোর সম্ভাব্য নামও ঘোষণা করেছেন তিনি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ অগস্ট ২০২২ ১৪:৩৪
Share:
০১ ১৬
রাজ্যে নতুন আরও সাত জেলা হবে। সোমবার এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ছ’মাসের মধ্যেই জেলার সংখ্যা বেড়ে হবে ৩০।

রাজ্যে নতুন আরও সাত জেলা হবে। সোমবার এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ছ’মাসের মধ্যেই জেলার সংখ্যা বেড়ে হবে ৩০।

০২ ১৬
এখন বাংলায় জেলার সংখ্যা ২৩— আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া।

এখন বাংলায় জেলার সংখ্যা ২৩— আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া।

Advertisement
০৩ ১৬
নতুন জেলাগুলির সম্ভাব্য নামও সোমবার ঘোষণা করেছেন মু্খ্যমন্ত্রী।

নতুন জেলাগুলির সম্ভাব্য নামও সোমবার ঘোষণা করেছেন মু্খ্যমন্ত্রী।

০৪ ১৬

তাঁর ঘোষণার প্রথমেই ছিল সুন্দরবন। দক্ষিণ ২৪ পরগনা ভেঙে তৈরি হবে নতুন এই জেলা।

০৫ ১৬

দ্বিতীয় জেলা ইছামতী।

০৬ ১৬

উত্তর ২৪ পরগনা ভেঙে হচ্ছে ইছামতী। মূলত বনগাঁ মহকুমাকে নিয়েই এই নতুন জেলা।

০৭ ১৬

তৃতীয় নতুন জেলা হবে বসিরহাট মহকুমা নিয়ে (নাম পরে ঘোষণা করা হবে)।

০৮ ১৬

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা নিয়ে হচ্ছে এই জেলা।

০৯ ১৬

চতুর্থ জেলা রানাঘাট।

১০ ১৬

নদিয়া ভেঙে হচ্ছে নতুন রানাঘাট জেলা।

১১ ১৬

পঞ্চম জেলা বিষ্ণুপুর।

১২ ১৬

বাঁকুড়া ভেঙে তৈরি হচ্ছে এই বিষ্ণুপুর জেলা।

১৩ ১৬

ষষ্ঠ জেলা কান্দি।

১৪ ১৬

মুর্শিদাবাদ ভেঙে তৈরি হবে কান্দি।

১৫ ১৬

সপ্তম বহরমপুর।

১৬ ১৬

মুর্শিদাবাদের সদর বহরমপুর ভেঙে হচ্ছে নতুন জেলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement