মিছিল হবে দুর্গাপুজোর এক মাস আগে।
কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর বিশেষ মর্যাদা পেয়েছে। সেই কৃতিত্বকে স্মরণীয় করে রাখতে এবং ইউনেস্কোকেও পাল্টা মর্যাদা দিতে শহরে বিশেষ মিছিল করা হবে। ওই মিছিল হবে দুর্গাপুজোর এক মাস আগে। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের শেষে মঞ্চ থেকে ওই ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেছেন, ‘‘আমরা দুর্গাপুজোর এক মাস আগে মিছিল করব। ববি আর অরূপকে (রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস) এখন থেকেই বলে রাখলাম। আমাদের দুর্গাপুজোর যে কমিটি আছে, তাদেরও যেন বলে রাখা হয়।’’ মমতা জানান, ওই মিছিলে ‘লক্ষ্ণীর ভান্ডার’-এর ‘মা-বোনেরা’ থাকবেন। তাঁদের প্রত্যেকের হাতে শঙ্খ থাকবে। পাশাপাশি, সংখ্যালঘু মহিলারাও দোয়া করবেন। থাকবেন তফসিলি জাতি-উপজাতির মহিলারাও। তাঁরা সকলেই নিজের নিজের মতো করে প্রার্থনা করবেন।
প্রসঙ্গত, ইউনেস্কো তাদের ‘আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য’-এর তালিকায় গুর্গাপুজোকে স্থান দিয়েছে। তার প্রেক্ষিতেই মমতা ওই মিছিলের কথা ভাবছেন। বাংলার মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘ইউনেস্কোকে আমরা আরও মর্যাদা দেব (গ্লোরিফাই করব)। মিছিলে যাঁরা আসবেন, সেই প্রত্যেক মা-বোনের হাতে সঙ্খ থাকবে। শঙ্খধ্বনি আর উলুধ্বনি কাকে বলে, সেদিন বাংলা দেখতে পাবে। সেদিন গোটা ভারত দেখতে পাবে!’’