Mamata Banerjee

TMC Organisational Poll: কথা দিন কেউ কারও সঙ্গে দ্বন্দ্ব করবেন না, দলে একটাই গ্রুপ, বার্তা দিলেন মমতা

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া দেখার জন্য বিজেপি ছাড়া সমস্ত বিরোধী দলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১২:০৭
Share:

তৃণমূলের চেয়ারপার্সন পদে পুনর্নির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে মালা দিয়ে স্বাগত।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০৯

দলে বিচ্ছিন্নতা যেন না থাকে

জোর করে কাউকে দলে নেব না। জানিয়ে মমতা বললেন দলে একটা সামঞ্জস্য থাকবে। দলের একটাই গ্রুপ থাকবে। 

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০৭ key status

প্রথম ওয়ার্কিং কমিটির মিটিংয়ে গোটা দেশে বার্তা দেবে তৃণমূল

প্রথম ওয়ার্কিং কমিটির মিটিং দিল্লিতে হবে। 

Advertisement
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০৫

বিজেপিকে সরাতে ঘর সামলান: মমতা

ঘরকে মজবুত করো। বিজেপিকে কেন্দ্র থেকে হটাতে হলে নিজেদের ঘর সামলান। দু’বছরে নিজেদের এত শক্তিশালী করুন যে ৪২টি আসনই দল পায়। 

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০৩

দলে কোনও দ্বন্দ্ব নয়, বার্তা মমতার

দলে কেউ কারও সঙ্গে দ্বন্দ্বে জড়াবেন না, দলই শেষ কথা। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫৮ key status

সারাদিন শুধু বিরক্ত করেন রাজ্যপাল, তাই ব্লক করেছি: মমতা

জীবনে একবারও কাউন্সিলর হননি উনি (রাজ্যপাল), অথচ সব বিষয়ে পরামর্শ দেবেন বলে ডেকে পাঠাচ্ছেন। কেন ওঁর পরামর্শ শুনবো। বললেন মমতা।

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫৫ key status

‘‘মোদীর নোটবন্দির পাল্টা আমার লক্ষ্মীর ভাণ্ডার’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বন্দির পর বাড়ির মেয়েদের লক্ষ্মীর ভাঁড়গুলো অকেজো হয়ে গিয়েছিল, সেই থেকেই লক্ষ্মীর ভান্ডারের ভাবনা, জানালেন মমতা।

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫২

একলা চলেই ভারত জয় করবে তৃণমূল

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫০ key status

পেগাসাস আসলে নাভিশ্বস : মমতা

‘‘কিছু বললেই পেগাসাস। পেগাসাস দুর্বিষহ নাভিশ্বাস উঠেছে। অভিষেক-পিকের ফোন ট্যাপ করেছে এটা প্রমাণিত হয়ে গিয়েছে।’’ মমতা বলেন, ‘‘দুর্যোধন দুঃশাসন এঁদর কুশাসনের জ্বালায় গলায় দড়ি দিত’।’

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৪৬

কংগ্রেসকে আক্রমণ মমতার

কংগ্রেস বিজেপির হয়ে ভোট করে দেয়, বললেন মমতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৪৫

পদ্মভূষণ পরিণত হয়েছে রাজনৈতিক দূষণে: মমতা

পদ্মসম্মান নিয়ে মমতা বললেন, পদ্মভূষণ রাজনৈতিক দূষণে পরিণত হয়েছে, সন্ধ্যা দিকে অসম্মান করা হয়েছে।’’

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৪৩ key status

বিজেপি হিরে চায়, বাজেট প্রসঙ্গে মন্তব্য মমতার

বাজেটের সমালোচনা করে মমতা বললেন, বাজেটে হিরের দাম কমেছে, মানুষের জন্য একটুও ভাবেনি কেন্দ্র। ডাল-ভাতের কথা ভাবা হয়নি। হিরের দাম কমিয়েছে। 

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৪০ key status

তৃণমূল স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাসী, আন্দোলনে বিশ্বাসী

‘‘তৃণমূল যদি বাংলা থেকে সিপিএমকে তাড়াতে পারে, তবে কেন্দ্রেও পারবে’’, কেন্দ্রে ক্ষমতা থেকে  বিজেপিকে সরানো প্রসঙ্গে বললেন মমতা।  

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৩৬ key status

সর্বভারতীয় দল তৃণমূল, মনে করিয়ে দিলেন মমতা

সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেয়েছে তৃণমূল, মনে করিয়ে দিয়ে মমতা বললেন, ‘‘আপনারা বাংলা সামলান, আর আমাকে বলুন আপনি দেশ থেকে বিজেপিকে হটান।’’

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৩৩ key status

ধন্যবাদ জানিয়ে বক্তৃতা শুরু মমতার

তাঁকে সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বক্তৃতা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলকে কেন সর্বভারতীয় তৃণমূল করা হয়েছে তার ব্যখ্যা দিলেন দলনেত্রী। 

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১৩:২০ key status

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মমতা

দলের সাংগঠনিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপার্সন পদে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করলেন নির্বাচনের রিটার্নিং অফিসার পার্থ চট্টোপাধ্যায়।

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১৩:১৪

প্রতিদ্বন্দ্বী নেই মমতার

সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত তৃণমূলের চেয়ারপার্সন পদে মনোনয়নের সময় দেওয়া হয়েছিল। মমতার বিরুদ্ধে কেউ মনোনয়ন জমা দেননি। 

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১২:১০ key status

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এলেন মমতা

দলীয় সাংগঠনিক নির্বাচনে যোগ দিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্র-সহ দলের নেতা, সাংস এবং বিধায়কেরা। 

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১২:০৬

ওয়ার্কিং কমিটিতে কারা থাকছেন? কারা থাকছেন না?

তৃণমূলের ওয়ার্কিং কমিটির সদস্য সংখ্যা ১১ জন। সেই কমিটিতে কারা থাকছেন, কারা বাদ যাচ্ছেন, সেদিকে নজর থাকছে। 

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১২:০২

তৃণমূল এই পদে প্রতিদ্বন্দ্বীতার সুযোগ দিয়েছে

সাংগঠনিক নির্বাচনে দলের সভাপতি পদে (চেয়ারপার্সন) প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীদের মনোনয়নের জন্য সুযোগ দিয়েছে তৃণমূল কংগ্রেস। সংবিধান মেনেই হবে নির্বাচন। রিটার্নিং অফিসার পার্থ চট্টোপাধ্যায়। নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে থাকছেন বুদ্ধিজীবী, সাংবাদিক এবং বিশিষ্টজনেরা। নেতাজির ইন্ডোর স্টেডিয়ামে এই সাংগঠনিক নির্বাচনে দলের সাংসদ, বিধায়ক ও বিভিন্ন শাখা সংগঠনের পদাধিকারী-সহ মোট দেড় হাজার প্রতিনিধি থাকবেন।

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১২:০০

শুরু হল তৃণমূলের সাংগঠনিক নির্বাচন

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শুরু করল তৃণমূল। দলের চেয়ারপার্সন পদে পুনর্নির্বাচিত হওয়ার কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement