ডেউচা পাঁচামিতে কাজ শুরুর ঘোষণা মমতার

সরকারি সূত্রে খবর, মোট ৯.৭ বর্গ কিলোমিটার প্রকল্প এলাকার মধ্যে ২.৬ বর্গ কিলোমিটার এলাকায় কয়লা উত্তোলনের কাজ শুরু করা হবে। তবে প্রকল্প এলাকার কিছু অংশে জনবসতি রয়েছে।

Advertisement

চন্দ্রপ্রভ ভট্টাচার্য ও কেশব মান্না

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ০২:৪১
Share:

মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায় বেঙ্গল বিজনেস কনক্লেভের শেষ দিনে। ছবি: বিশ্বনাথ বণিক

বেঙ্গল বিজনেস কনক্লেভের দ্বিতীয় তথা শেষ দিনে ডেউচা পাঁচামি কোল ব্লকের একটি অংশে কাজ শুরুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘ডেউচা পাঁচামি কয়লা ব্লকে ২০০ কোটি টনের বেশি কয়লা মজুত আছে। যা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এটা এখনই শুরু করতে চাই আমরা। আজ ঘোষণা করলাম মানে সাত দিনের মধ্যে প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আমরা অনুমতি এবং ছাড়পত্র পেয়ে গিয়েছি। দেওয়ানগঞ্জ এবং হরিণসিংহা ব্লকে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হবে। সেখান থেকে ৪ কোটি টন কয়লা তোলা যেতে পারে।’’

Advertisement

সরকারি সূত্রে খবর, মোট ৯.৭ বর্গ কিলোমিটার প্রকল্প এলাকার মধ্যে ২.৬ বর্গ কিলোমিটার এলাকায় কয়লা উত্তোলনের কাজ শুরু করা হবে। তবে প্রকল্প এলাকার কিছু অংশে জনবসতি রয়েছে। রাজ্য আগেই ঘোষণা করেছিল, সেখানকার মানুষকে প্রকল্প সম্পর্কে বুঝিয়ে, তাঁদের পূর্ণ অনুমতি নিয়ে এবং যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করে তবেই কয়লা তোলা শুরু হবে। মুখ্যমন্ত্রী এ দিন জানান, জনবসতি নেই এমন জায়গাতেই রাজ্য কাজ শুরু করতে চাইছে। তাঁর কথায়, ‘‘সেখানে বসবাসকারী মানুষজনের ব্যাপারে ভাবতে হবে। তবে যে জমি রাজ্য সরকারের হাতে রয়েছে, সেখানে কাজ শুরু করতে চাই। সেখানে কেউ বসবাস করেন না। ২৪ মাসের মধ্যে কয়লা তোলা যেতে পারে।’’

কনক্লেভে উপস্থিত দেশি-বিদেশি শিল্পপতি এবং শিল্প জগতের প্রতিনিধিদের সামনে গোটা প্রকল্পের সম্ভাবনার কথা তুলে ধরেন মমতা বলেন, ‘‘এই কয়লা খনি আমাদের অনুসারী শিল্প এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ দেবে। ১০০ বছরের জন্য বিদ্যুতের ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারব।’’

Advertisement

গত কয়েকটি শিল্প সম্মেলনের মতো এ বারও লগ্নি প্রস্তাবের কোনও তথ্য সরকারি ভাবে দেওয়া হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement