মমতা বন্দ্যোপাধ্যায়।—ছবি পিটিআই।
নাগরিকত্ব নিয়ে আন্দোলনে কর্নাটকে নিহত দুই বিক্ষোভকারীকে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা (ইয়েড্ডি)। দুষ্কৃতী বলার পরে তাঁদের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী, নিহতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করলেন তিনি।
রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত মিছিল করে বৃহস্পতিবার মমতা বলেন, ‘‘কর্নাটকে যে দু’জন বিক্ষোভকারী মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেও প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ওই রাজ্যের সরকার। তৃণমূল গরিব দল হলেও তৃণমূল মানুষের সাথে থাকে, মানবিকতার পাশে থাকে। তাই দীনেশ ত্রিবেদী, দোলা সেনকে ওই দুই পরিবারের সঙ্গে দেখা করার জন্য পাঠাচ্ছি।’’
মমতার এই উদ্যোগকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যখন পাহাড়ে সভা করছিলেন, তখন পুলিশের গুলিতে ১১ জন গোর্খার মৃত্যু হয়। তখন কি উনি সেখানে প্রতিনিধি পাঠিয়েছিলেন, না তাঁদের ক্ষতিপূরণ বা চাকরি দিয়েছিলেন? কিছুই করেননি।’’