21st July TMC Rally

মমতার সতর্ক-বার্তা ২১শে-র সভা নিয়ে

তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাইয়ের কর্মসূচিতে যোগ দেওয়ার সময়ে পরিবহণ নিয়ে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৪ ০৮:৩২
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল ছবি।

তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাইয়ের কর্মসূচিতে যোগ দেওয়ার সময়ে পরিবহণ নিয়ে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সোমবার দলীয় সমাবেশের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের এলাকাগুলি থেকে বহু মানুষ আসবেন। রেলের উদ্দেশে মমতার প্রস্তাব, “তারা ট্রেন ভাড়া দিলে টাকা দিয়ে দেওয়া হবে। দরকারে অতিরিক্ত কামরাও দেওয়া যেতে পারে। ট্রেন ভাড়া না দিলে নিরাপদে অত মানুষকে আনার দায়িত্ব রেলের!’’ সেই সঙ্গেই ওই দিন দুর্ঘটনা এড়াতে পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, প্রতি বছরের মতো এ বারও দলের তরফে গোটা বিষয়টি সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য জেলা নেতৃত্বের সঙ্গে সমন্বয় শুরু হয়েছে। কর্মী-সমর্থকদের আসা এবং শহরে থাকার জন্য যে ব্যবস্থা করা হয়, তা নিয়ে সংশ্লিষ্ট সকলেই কাজ শুরু করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement