Mallikarjun Kharge

প্রচারে শহরে আসছেন খড়্গে

সভাপতি নির্বাচনের প্রচার এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ও প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি কলকাতায় আসছেন আগামী সোমবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২২ ০৫:৫৫
Share:

মল্লিকার্জুন খড়্গে। ছবি: পিটিআই

একটু দেরিতে হলেও শেষ পর্যন্ত প্রচারের কাজে রাজ্য সফরে বেরিয়েছেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রার্থী মল্লিকার্জুন খড়্গে। রাজ্যসভার সাংসদ এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য খড়্গেকেই গান্ধী পরিবারের ‘পছন্দের প্রার্থী’ বলে মনে করছে রাজনৈতিক শিবিরের বড় অংশ। সভাপতি নির্বাচনের প্রচার এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ও প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি কলকাতায় আসছেন আগামী সোমবার। বিধান ভবনেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপস্থিতিতে এ রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে খড়্গে কথা বলবেন বলে এখনও পর্যন্ত ঠিক আছে। আপাতত তিনি গুজরাতে। সভাপতি পদে খড়্গের প্রতিদ্বন্দ্বী শশী তারুরও আগামী সপ্তাহে কলকাতায় আসবেন বলে আগেই ঠিক করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement