ফাইল ছবি
৩ জুন প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। পর্ষদ-সহ ১৪টি ওয়েবসাইটে ফল জানা যাবে ।সকাল ন’টায় প্রকাশিত হবে ফল। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষের বেশি।
চলতি বছর ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত পরীক্ষা হয়। এই বছর পরীক্ষার্থীর মোট সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩। ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন। এবং ছাত্রী ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪। ৪ হাজার ১৫৪টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে কোভিড বিধি মেনে।
অতিমারি পরিস্থিতির কারণে গত বছর অর্থাৎ ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি। এ বছর নিরপদ্রুবেই পরীক্ষা প্রক্রিয়া শেষ হয়েছে। এ বার ফল প্রকাশের অপেক্ষা।
রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিলেই ফল জানা যাবে আনন্দবাজার অনলাইনে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।