আগামী বছর মাধ্যমিকের নির্ঘণ্ট ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। —প্রতীকী ছবি
আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৮ ফেব্রুয়ারি, শেষ ২৭ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ১৮ ফেব্রুয়ারি প্রথম ভাষার পরীক্ষা হবে। ১৯ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা,২০ ফেব্রুয়ারি ভূগোল, ২২ ফেব্রুয়ারি ইতিহাস, ২৪ ফেব্রুয়ারি অঙ্ক, ২৫ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান, ২৬ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, ২৭ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে৷
এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে ছিল ১২ ফেব্রুয়ারি। আগামী বছর মাধ্যমিকে পরীক্ষার সময় কিছুটা পিছিয়ে গেল। প্রতিবছরই ফল ঘোষণার দিন পরের বছরের কবে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, তা জানিয়ে দেওয়া হয়। কিন্তু এ বছর ২১ মে মাধ্যমিকের ফল প্রকাশের দিন তা ঘোষণা করা হয়নি। অবশেষে এ দিন জানিয়ে দেওয়া হল মাধ্যমিকের সূচি।
আরও পড়ুন: মমতার সঙ্গে বৈঠক, ভোটে বিপর্যয়ের ধাক্কা সামলাতে প্রশান্ত কিশোরের হাত ধরছে তৃণমূল
আরও পড়ুন: রাজ্যে রাজ্যে কংগ্রেসে বিদ্রোহ, তেলঙ্গানায় দল ছাড়ার হিড়িক, পঞ্জাবে বেসুরো সিধু