TMC

পরিবহণে কমিটি মদনের নেতৃত্বে

শুভেন্দু অধিকারী ইস্তফা দেওয়ার পরে পরিবহণ দফতর নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২০ ০৫:০৫
Share:

মদন মিত্র

পরিবহণ কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক প্রকল্পের দেখভাল করার জন্য প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রের নেতৃত্বে নতুন কমিটি গড়ে দিল রাজ্য সরকার। পরিবহণ কর্মীদের জন্য একগুচ্ছ প্রকল্প রয়েছে। পাশাপাশি, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথীর মতো প্রকল্পের আওতায় তাঁদের আনা হচ্ছে। সরকারি সূত্রের বক্তব্য, অসংগঠিত বা অবহিত না হওয়ার কারণে অনেকে ওই সব প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। সেই বিষয়টিই তত্ত্বাবধান করার জন্য নতুন কমিটি করা হল।

Advertisement

শুভেন্দু অধিকারী ইস্তফা দেওয়ার পরে পরিবহণ দফতর নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রকল্প ধরে ধরে দফতরের পরিস্থিতি তদারকি করা মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব নয়। সরকারি সূত্রের ব্যাখ্যা, প্রাক্তন পরিবহণমন্ত্রী হিসেবে মদনবাবুর এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে, কর্মীদের সঙ্গে যোগাযোগও তিনি করতে পারবেন। কমিটিতে থাকবেন পরিবহণ ডিরেক্টরেট-এর ডেপুটি ডিরেক্টর, এক জন ডেপুটি সচিব এবং বিভিন্ন পরিবহণ সংগঠনের প্রতিনিধিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement