প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের স্বামী এম এ ভি রাজু।
সুপ্রিম কোর্টে জামিন পেলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের স্বামী এম এ ভি রাজু। সিআইডি-র হাতে গ্রেফতারির পরে ২০১৮ সালের অক্টোবরে তাঁকে অন্তর্বর্তী জামিন দেয় কলকাতা হাইকোর্ট। নির্দেশ ছিল, কলকাতার বাইরে যেতে পারবেন না। প্রতি সপ্তাহে সিআইডি-র তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে।
বিচারপতি এ এম খানউইলকর ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীর বেঞ্চ আজ রাজুকে ২৫ লক্ষ টাকার বন্ডে জামিন দেয়। সঙ্গে শর্ত দিয়েছে, পশ্চিম মেদিনীপুরে ঢুকবেন না তিনি। প্রতি মাসে একবার তদন্তকারী অফিসারের সামনে হাজিরা দেবেন। সিআইডি-র কাছেই জমা রাখতে হবে পাসপোর্ট। বিদেশেও যেতে পারবেন না। পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের বিরুদ্ধে জালিয়াতি, তোলাবাজি, নোট বন্দির সময় বাতিল হওয়া নোটের বিনিময়ে অবৈধ সোনা কেনার অভিযোগ ওঠে। সেই মামলায় ২০১৮-র অগস্টে গ্রেফতার হন রাজু।