প্রতীকী চিত্র।
প্রচারের শেষ লগ্নে মোদী-মমতার বাগ্-যুদ্ধে সরগরম হতে চলেছে দুই জেলা। দুই দলের নেতৃত্ব জানাচ্ছেন, আগামী সপ্তাহে যুযুধান দুই নেতা-নেত্রীর সভা করার কথা পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। তা নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দু’দলের কর্মী-সমর্থকদের মধ্যে।
১২ মে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার তিন কেন্দ্রে ভোট। বিজেপির রাজ্য নেতৃত্ব মঙ্গলবার জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ মে বাঁকুড়া ও পুরুলিয়ায় সভা করতে আসার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে প্রথমে বাঁকুড়া, তারপর পুরুলিয়ায়। তবে, সভাস্থল এখনও চূড়ান্ত হয়নি বলে জানাচ্ছেন নেতৃত্ব।
তবে, মোদীর আগেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলায় সভা করতে আসার কথা শোনাচ্ছেন দুই জেলার নেতৃত্ব। বেশ কিছু জায়গায় তাঁর সভা করার কথা। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন দলের নেতা-কর্মীরা।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী এ দিন দাবি করেন, ‘‘পুরুলিয়া এ বার আমাদের কাছে অত্যন্ত সম্ভাবনাময় কেন্দ্র। জেলাবাসী প্রধানমন্ত্রীকে দেখতে ও তাঁর বক্তৃতা শোনার জন্য মুখিয়ে রয়েছেন। তিনি আসতে রাজি হয়েছেন বলে খবর। তবে, সভাস্থল এখনও ঠিক হয়নি।’’ তিনি জানান, সভার জন্য আপাতত তিনটি মাঠ বাছাই করা হয়েছে। একটি পুরুলিয়া ২ ব্লকের ছড়রা, বাকি দু’টি সৈনিক স্কুল লাগোয়া রায়বাঘিনী ময়দান এবং হুড়া ব্লকের লধুড়কা। এই তিনটির মধ্যে যে কোনও একটি মাঠে সভা হতে পারে।
মোদী অবশ্য পাঁচ বছর আগেই বাঁকুড়া শহরে দলের প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে প্রচারে এসেছিলেন। এ বারও তাই তাঁকে পাওয়ার জন্য দলের কর্মীদের মধ্যে দাবি উঠেছে। দলের রাজ্য সহ-সভাপতি তথা বাঁকুড়া কেন্দ্রের প্রার্থী সুভাষবাবু বলেন, ‘‘প্রধানমন্ত্রী বাঁকুড়া জেলায় সভা করবেন বলে সম্মতি জানিয়েছেন। কোথায় সমাবেশ করা হবে, সে জায়গা চিহ্নিত করা হচ্ছে।’’
বিজেপি সূত্রে খবর, বাঁকুড়া শহর বা আশপাশের এলাকায় সভার জন্য জমি খোঁজা হচ্ছে। শহরের মধ্যস্থলের তামলিবাঁধ ময়দান, বাঁকুড়া স্টেডিয়াম ও লাগোয়া করগাহিল মাঠ সভার জন্য ভাবনাচিন্তার মধ্যে রয়েছে।
তৃণমূল নেত্রীর কোতুলপুর, রানিবাঁধ ও বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অধীন রঘুনাথপুরে সভা করার কথা রয়েছে বলে জানাচ্ছেন দলের বাঁকুড়া জেলা সভাপতি অরূপ খাঁ। তিনি বলেন, ‘‘সভার মাঠ খোঁজা হচ্ছে।’’ দল সূত্রে খবর, শেষ মুহূর্তে মমতা প্রচারে আরও কিছু চমক দিতে পারেন।
তৃণমূলের পুরুলিয়া জেলা সম্পাদক নবেন্দু মাহালি জানান, মুখ্যমন্ত্রীর কাশীপুর বিধানসভা এলাকার হুড়া ব্লকের লধুড়কাতে ও জয়পুর বিধানসভা এলাকার ঝালদা ২ ব্লকের বামনিয়ায় দু’টি সভা করার কথা রয়েছে। পরে পুরুলিয়া শহরে একটি পদযাত্রা বা শহর লাগোয়া কোথাও সভাও করতে পারেন।
তৃণমূলের তরফে দুই জেলায় দলীয় পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় কয়েকটি সভা করেছেন। জানিয়েছেন, ভোট প্রচারের শেষ লগ্নে তিনি দুই জেলাতেই কয়েক দিন টানা থাকবেন। সভা ও রোড-শো করার কথা তাঁর।
বাম নেতৃত্ব জানাচ্ছেন, বাঁকুড়ায় সিপিএমের কেন্দ্রীয় নেতা মহম্মদ সেলিম, পুরুলিয়ায় সীতারাম ইয়েচুরির কয়েকটি জায়গায় সভা করার কথা।
ষষ্ঠ দফার এই নির্বাচনে দেশের সাত রাজ্যের ৫৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। তার মধ্যে দুই জেলার তিনটি আসনও রয়েছে। হেভিওয়েট নেতা-নেত্রীদের ভিড়ে আলাদা ভাবে নজর কেড়ে নিয়েছে এই তিন কেন্দ্র।