বিধিভঙ্গের নালিশ বিধায়ক ইমরানের

রাজ্যে সরকারি স্কুলের পড়ুয়াদের ডায়েরি দেওয়া হয়েছে মলাটে মুখ্যমন্ত্রীর ছবি-সহ। সরকারি আধিকারিকেরাও ব্যবহার করছেন মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া একই রকম ডায়েরি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৯ ০১:০৫
Share:

রাজ্যে সরকারি স্কুলের পড়ুয়াদের ডায়েরি দেওয়া হয়েছে মলাটে মুখ্যমন্ত্রীর ছবি-সহ। সরকারি আধিকারিকেরাও ব্যবহার করছেন মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া একই রকম ডায়েরি। আবার মুখ্যমন্ত্রীর ছবি খোলা হয়নি সরকারি নানা দফতর থেকেও। এর ফলে নির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গ হচ্ছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানালেন ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ও যুব নেতা আলি ইমরান রাম্জ (ভিক্টর)। পাশাপাশিই তাঁর অভিযোগ, টেলিভিশনে একটি পণ্যের বিজ্ঞাপনে দেখা যাচ্ছে অভিনেতা দেবকে। তিনি ঘাটাল কেন্দ্রে প্রার্থী হওয়া সত্ত্বেও কী ভাবে এমন বিজ্ঞাপন চলছে, সেই প্রশ্ন তুলে ওই সম্প্রচার বন্ধ করার দাবি জানিয়েছেন ইমরান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement