ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
এক দিকে সিমেন্ট বাঁধানো রাস্তা। এক দিকে ধুধু মরুভূমি। মাঝের রাস্তা দিয়ে একের পর এক গাড়ি তীব্র গতিতে ছুটে চলেছে। সেই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎ তাঁর নজরে পড়ল তাঁর সামনের গাড়ির ডিকি থেকে মুখ বাড়িয়ে রয়েছে একটি উট। সেই ভিডিয়োই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘আরবহিউমর’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি গাড়ির ডিকির মধ্যে বসে রয়েছে একটি উট। ডিকি থেকে মুখটুকু বার করে এ দিক-ও দিক তাকাচ্ছে সে। কখনও রাস্তার দিকে, কখনও আবার মরুভূমির দিকে চোখ চলে যাচ্ছে তার। কিন্তু ডিকি থেকে লাফিয়ে নামছে না সে।
আসলে, ডিকির মধ্যেই উটটিকে বেঁধে রেখেছিলেন তার মালিক। পিছনের গাড়িতে বসে যিনি পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করছিলেন তিনি এগিয়ে গিয়ে দেখেন, ওই গাড়িটির চালক হাত নাড়াচ্ছেন। আরবে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ভিডিয়োটি দেখার পর হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক নেটাগরিক বলেছেন, ‘‘আমাদের দেশে মালপত্র এ ভাবে বেঁধে নিয়ে যাওয়া হয়। ভিডিয়োটি দেখে মজা লাগছে।’’ আবার অন্য এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘উটটি মনে হয় ওই লোকটির পোষ্য। কিন্তু দড়ি দিয়ে বেঁধে গাড়ির ডিকিতে এ ভাবে এত ক্ষণ বসিয়ে রাখলে উটের কষ্ট হবে।’’