Bomb Threat at RBI

বোমা মেরে উড়িয়ে দেব! লস্কর জঙ্গিগোষ্ঠীর নাম করে ফোনে হুমকি রিজ়ার্ভ ব্যাঙ্কে, তদন্তে নামল পুলিশ

কোথা থেকে এই ফোন করা হয়েছিল তা চিহ্নিত করার চেষ্টার পাশাপাশি এটি কোনও ভুয়ো হুমকি কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৩:৫০
Share:

রিজ়ার্ভ ব্যাঙ্কে বোমাতঙ্ক। প্রতিনিধিত্বমূলক ছবি।

এ বার বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি এল রিজ়ার্ভ ব্যাঙ্কেও। পুলিশ সূত্রের খবর, শনিবার ব্যাঙ্কের হেল্পলাইনে একটি হুমকি ফোন আসে। এক ব্যক্তি নিজেকে লস্কর জঙ্গিগোষ্ঠীর ‘সিইও’ বলে পরিচয় দেন। তার পরই ফোনে হুমকি দেন, বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে রিজ়ার্ভ ব্যাঙ্ক। সূত্রের খবর, হুমকি দেওয়ার পর আবার ফোনে গানও শোনান ওই ব্যক্তি।

Advertisement

দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কে হুমকি ফোনের ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। কোথা থেকে এই ফোন করা হয়েছিল তা চিহ্নিত করার চেষ্টার পাশাপাশি এটি কোনও ভুয়ো হুমকি কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ। হুমকি ফোন আসার পরই রিজ়ার্ভ ব্যাঙ্কের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

গত দু’মাসেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় শতাধিক বিমানে বোমাতঙ্কের ঘটনা ঘটেছে। দিল্লি, রাজস্থান এবং উত্তরপ্রদেশ-সহ দেশের বেশ কয়েকটি স্কুল, কলেজেও হুমকিবার্তা পাঠানো হচ্ছে। সম্প্রতি গুজরাত এবং অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকটি বিলাসবহুল হোটেলেও বোমাতঙ্ক ছড়িয়েছিল। তবে একের পর এক বিমানে পর পর বোমাতঙ্কের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। দেশের তদন্তকারী সংস্থাগুলি ইতিমধ্যেই এই হুমকি ফোনের ঘটনা নিয়ে তদন্ত করছে। বিমানে হুমকির ঘটনায় ছত্তীসগঢ় থেকে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। পরে আরও এক জনকে গ্রেফতার করা হয়। বার বার বিমানে বোমাতঙ্ক ছড়ানোয় পরিষেবাও বিঘ্নিত হচ্ছে কোনও কোনও ক্ষেত্রে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, এই ধরনের ভুয়ো বোমাতঙ্কের ঘটনা শুধু নাগরিকদের মধ্যেই আতঙ্ক ছড়াচ্ছে না, পাশাপাশি দেশের আর্থিক নিরাপত্তার ক্ষেত্রেও প্রভাব ফেলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement