বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র শাহনওয়াজ হোসেন। —ফাইল চিত্র।
লোকসভা নির্বাচনে দেশে চারশোর বেশি আসন পাবে বিজেপি। আর পশ্চিমবঙ্গে দল ‘চমক’ সৃষ্টি করবে। সে জন্যই রাজ্যে একাধিক বার প্রচারে আসার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী। সোমবার রাজ্যে এসে দাবি করলেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র শাহনওয়াজ হোসেন। জবাবে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কটাক্ষ, ‘‘শাহনওয়াজদের মতো নেতাদের বিজেপিতে নিছক শো পিস হিসেবে রাখা হয়। বিজেপির মতো দলে তাঁদের গুরুত্ব নেই। তাই নিজেদের গুরুত্ব বাড়াতে এ সব কথা তাঁদের বলতে হয়।’’
এ দিন বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠকে শাহনওয়াজ বলেন, ‘‘মমতাদিদি মোদীকে ভয় পাচ্ছেন। রাহুল গাঁধী যেমন অমেঠী ছেড়ে কেরলে পালাচ্ছেন, দিদিও তেমন অন্ধ্রে পালানোর চেষ্টা করছেন। কিন্তু বাংলায় তৃণমূলনেত্রীর যা অবস্থা হবে, অন্ধ্রে চন্দ্রবাবু নায়ডুরও একই অবস্থা হবে।’’
শাহনওয়াজের এই মন্তব্য প্রসঙ্গে ফিরহাদের বক্তব্য, ‘‘বোধের অভাব থাকলে লোকে এ সব কথা বলে। তৃণমূল নেত্রী অন্ধ্রে ভোটে লড়তে যাননি, চন্দ্রবাবুর আমন্ত্রণে গিয়েছিলেন বিজেপির অপশাসনের বিরুদ্ধে প্রচার করতে। ঠিক যেমন তৃণমূলনেত্রীর আমন্ত্রণে চন্দ্রবাবু পশ্চিমবঙ্গে আসবেন প্রচার করতে।’’