বিশ্বরূপ মণ্ডল। —নিজস্ব চিত্র।
শেষমেশ আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী দিল কংগ্রেস। কংগ্রেসের প্রার্থী হয়েছেন বীরভূমের বাসিন্দা বিশ্বরূপ মণ্ডল।
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বিশ্বরূপবাবু সিআরপি-র অবসরপ্রাপ্ত ডেপুটি কমান্ড্যান্ট। বীরভূমেই তাঁর বড় হওয়া। তবে রাজনীতির ময়দানে নবীন তিনি। তাঁর নিজের কথাতেই, ‘‘কংগ্রেসের নীতির সঙ্গে বরাবরই সহমত। তবে সক্রিয় রাজনীতিতে আসা মাত্র দশ দিন। আমি সিপাহী ছিলাম। নামের আগে ‘সিপাহী’ ব্যবহারও করি। মানুষ ভুল চৌকিদারদের ভোটে পরাস্ত করবেন।’’ কংগ্রেসের জেলা সভাপতি তরুণ রায় প্রার্থী নিয়ে উচ্ছ্বসিত। তাঁর কথায়, ‘‘প্রার্থী নিয়ে আমরা খুশি। প্রচারে ঝাঁপিয়ে পড়বেন কংগ্রেস কর্মীরা।’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
তবে কংগ্রেস সূত্রের খবর, অন্তত পাঁচ জন আসানসোল কেন্দ্রটি থেকে প্রার্থী হওয়ার দাবিদার ছিলেন। তাঁদের কাউকেই অবশ্য প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়নি। তবে ২০১৪-র লোকসভায় ৪৮, ৫০২ ভোট পেয়ে এই কেন্দ্রে কংগ্রেস চতুর্থ স্থানে ছিল। এ বারও ভোট-ময়দানে প্রচারে অনেকটাই এগিয়ে রয়েছেন অন্য প্রার্থীরা, মনে করছেন এলাকার রাজনীতির সঙ্গে জড়িত লোকজন। তা ছাড়া প্রার্থী হিসেবে রয়েছেন বিজেপির বাবুল সুপ্রিয়, তৃণমূলের মুনমুন সেনের মতো তারকারা। রয়েছেন পোড়খাওয়া শ্রমিক নেতা সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ও। এই পরিস্থিতিতে লড়াইটা কি একটু কঠিন? প্রশ্ন শুনে বিশ্বরূপবাবুর জবাব, ‘‘আমি সিপাহী। কঠিন কাজে সাফল্য পাওয়ায় আমার মন্ত্র।’’