দেবের সভায় দুখস্মৃতি

এ দিন মেদিনীপুরের প্রার্থী মানস ভুঁইয়া বলেছেন, “এই লোকসভা কেন্দ্রে একজন কালো চশমা পড়ে ঘুরছেন। সবংয়ে দগদগে ক্ষত ঘা হয়ে রয়েছে ওই প্রার্থীর তদানীন্তন অত্যাচারে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সবং শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৯ ২৩:৫৩
Share:

সবং হাইস্কুল মাঠে দেব। —নিজস্ব চিত্র।

দিদির সঙ্গে ভাইয়ের লড়াই। দু’জনের কেউই কাউকে সেভাবে ব্যক্তিগত আক্রমণ করছেন না। কিন্তু ভাইয়ের হয়ে লড়তে গিয়ে দিদিকে বিঁধতে ছাড়ছেন না অন্যেরা। রবিবার সবংয়ে দেবের কর্মিসভা তাই বদলে গেল ভারতী বিরোধী সভায়।

Advertisement

ঘাটাল লোকসভা কেন্দ্রে এ বার তৃণমূল প্রার্থী দেবের (দীপক অধিকারী) বিরুদ্ধে বিজেপির হয়ে লড়ছেন জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। দেব তাঁর প্রতিদ্বন্দ্বীকে ভারতীদি বলেই সম্বোধন করছেন। সৌজন্য ফিরিয়ে ভারতীও দেবকে ছোট ভাইয়ের মতো বলেছেন। তবে এ দিন সবং হাইস্কুল ময়দানে দেবের কর্মিসভায় ভারতীর নাম না করে তাঁকে আক্রমণ করলেন অন্য নেতারা।

এ দিন মেদিনীপুরের প্রার্থী মানস ভুঁইয়া বলেছেন, “এই লোকসভা কেন্দ্রে একজন কালো চশমা পড়ে ঘুরছেন। সবংয়ে দগদগে ক্ষত ঘা হয়ে রয়েছে ওই প্রার্থীর তদানীন্তন অত্যাচারে।” আবার সবং বিধানসভা উপ-নির্বাচনে বিজেপির ভোট বৃদ্ধির পিছনে ভারতীকে দুষে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি এ দিন বলেন, “একজন মীরজাফর পুলিশের ছদ্মবেশে ২০১৭ সালে বসেছিল সবংয়ের ডালে। এখন তিনি বিজেপি প্রার্থী। এখন বোঝা যাচ্ছে তো বিধানসভা উপ-নির্বাচনে তিনি অন্তর্ঘাত করেছিলেন!” একইভাবে মন্ত্রী সৌমেন মহাপাত্রও বলেন, “তাঁর (ভারতী) দলের কর্মীরা স্বাগত জানাচ্ছিলেন লাল লাল লাল সেলাম। তিনি রামের না বামের? উনি কি তবে ককটেল দলের প্রার্থী!”

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

নিজের অবস্থান থেকে সরছেন না বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। এ দিন তিনি বলেন, “তৃণমূল আমাকে ভয় পাচ্ছে বলে এমন কথা বলছে। ওঁরা ভয় পাচ্ছে কারন ওঁরা দুর্নীতি করেছে। অত্যাচার করেছে। সন্ত্রাস করেছে। সেগুলি আমি মানুষের সামনে তুলে ধরছি ও তুলে ধরব।” এ দিন অবশ্য দেব সৌজন্য বজায় রেখেই প্রতিদ্বন্দ্বীকে বিঁধেছেন। দেব বলেছেন, “আমি কাউকে ছোট করে বড় হতে চাই না। আমি কোনও প্রার্থীকে ছোট করতে চাই না। আমিও আশা করব, উনি (ভারতী) যখন ওঁর মঞ্চে মন্তব্য করবেন তখন আমি যে সম্মান ওঁকে দেব সেই সম্মানটুকু যেন আমিও পাই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement