মধ্যপ্রদেশে ভেঙে পড়া সেই বাড়ি। ছবি: সংগৃহীত।
মাঝরাতে বিস্ফোরণে ভেঙে পড়ল তিনটি বাড়ি! সোমবার মধ্যপ্রদেশের মোরেনায় ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের জেরে বাড়ি চাপা পড়ে এখনও পর্যন্ত চার জন নিহত হয়েছেন। জখম অবস্থায় চিকিৎসাধীন আরও পাঁচ জন।
সোমবার গভীর রাতে মধ্যপ্রদেশের মোরেনা জেলার রাঠোর কলোনি এলাকায় বিস্ফোরণটি ঘটে। স্থানীয়েরা জানাচ্ছেন, রাত সাড়ে ১২টা নাগাদ আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে চারদিক। বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়ে তিনটি বাড়ি। ধসে পড়া বাড়ির নীচে চাপা পড়ে যান বেশ কয়েক জন বাসিন্দা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুরসভার কর্মীদের সহযোগিতায় শুরু হয় উদ্ধারকাজ। হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। শহরের পুলিশ সুপার (সিএসপি) রবি সোনার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নীচ থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া, আরও এক মহিলার দেহ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে রয়েছে বলে অনুমান পুলিশের। আহত অবস্থায় আরও পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁরা এখনও চিকিৎসাধীন।
স্থানীয়েরা আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে রাঠোর কলোনির একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। তার জেরে ধসে পড়ে সংলগ্ন আরও দু’টি বাড়ি। মোরেনা পুলিশের আধিকারিক সমীর সৌরভ বলেছেন, ‘‘সোমবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে ওই বিস্ফোরণ ঘটল, তা এখনও জানা যায়নি। ধ্বংসস্তূপের নীচ থেকে অক্ষত অবস্থায় একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। অর্থাৎ সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়নি। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।’’