(বাঁ দিকে) গায়িকা হিসাবে উজ্জয়িনী মুখোপাধ্যায়ের আরও সম্মান প্রাপ্য, মনে করেন লগ্নজিতা চক্রবর্তী (ডান দিকে) ছবি: সংগৃহীত।
ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা রয়েছে। আবার বিপরীতে এ কথাও সত্য, সহশিল্পী বা সতীর্থের প্রতি শ্রদ্ধা না থাকলে, ইন্ডাস্ট্রি কিন্তু এগোতে পারে না। এ কথাই যেন আরও এক বার প্রমাণ করলেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী।
বাংলা সঙ্গীত জগতে এই প্রজন্মের তরুণ শিল্পীদের মধ্যে লগ্নজিতা ছাড়াও ইমন চক্রবর্তী, সোমলতা আচার্যের সঙ্গেই আসে উজ্জয়িনী মুখোপাধ্যায়ের নাম। তবে লগ্নজিতা মনে করেন, উজ্জয়িনীর আরও সম্মান প্রাপ্য। তাঁর বক্তব্যের সমর্থনে ফেসবুকে একটি পোস্টও করেছেন লগ্নজিতা। ইন্ডাস্ট্রিতে ১০ বছর কাটিয়ে ফেলেছেন শিল্পী। তাই লগ্নজিতার মনে হয়েছে, মুখ খোলার জন্য যথেষ্ট সাহস তিনি অর্জন করেছেন।
লগ্নজিতার মতে, সমাজমাধ্যমে, এমনকি কখনও গণমাধ্যমে তাঁর সঙ্গে ইমন, সোমলতাকে নিয়ে চর্চা হলেও সেখানে উজ্জয়িনীকে বাদ দেওয়া হয়। বিষয়টা শিল্পী হিসেবে লগ্লজিতার মন ভারাক্রান্ত করে। লগ্লজিতা লেখেন, ‘‘সে আমার থেকে অনেক অনেক ভাল একজন গায়িকা। আপনারা উজ্জয়িনীদির গান শোনেননি, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু, মন দিয়ে শোননেনি হয়তো।’’
সঙ্গীত জগতে উজ্জয়িনীর পরিচিতি নেই, সে কথা মানতে নারাজ লগ্নজিতা। তাঁর মতে, ইন্ডাস্ট্রিতে এমন অনেক গান তৈরি হয়, যার জন্য উজ্জয়িনীকেই প্রয়োজন এবং নির্মাতারা সে বিষয়ে অবগত। কিন্তু ভাল শিল্পী হওয়া সত্ত্বেও বাকিদের তুলনায় উজ্জয়িনীকে ঘিরে উদ্যাপন কম কেন, তা লগ্নিজতার অজানা। অনেক সময়েই ইন্ডাস্ট্রিতে ‘বন্ধুত্ব’-এর নানা সমীকরণ প্রকাশ্যে আসে। সেখানে সহশিল্পীর প্রতি এই প্রকাশ্য সমর্থনকে লগ্নজিতার অনুরাগীরা ইতিবাচক দিক থেকেই দেখেছেন। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে লগ্নজিতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘সহশিল্পীর প্রতিভাকে সম্মান না জানাতে পারলে তো আমিই অশিক্ষিত প্রতিপন্ন হব।’’
লগ্নজিতার সঙ্গে উজ্জয়িনীর যোগাযোগ পেশাদারি। তাঁরা যে খুব ঘনিষ্ট বন্ধু, তেমনও নয়। লগ্নজিতার কথায়, ‘‘কিন্তু, আমরা চার জনেই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। উজ্জয়িনীদির জায়গায় আজকে সোমলতা বা ইমন থাকলেও আমি একই ভাবে মুখ খুলতাম।’’
লগ্নজিতা বিশ্বাস করেন, শিল্পীদের মধ্যে ‘স্বাস্থ্যকর’ প্রতিযোগিতা থাকতেই পারে। কিন্তু তার জন্য, তিনি কোনও সহশিল্পীকে অসম্মান করতে রাজি নন। বরং প্রয়োজনে ভবিষ্যতেও যে তিনি অন্য কোনও শিল্পীর পাশে দাঁড়াবেন, সে কথাও স্পষ্ট করলেন ‘বসন্ত এসে গেছে’-খ্যাত গায়িকা।