বরফের চাদরে ঢাকা পড়ল কাশ্মীর। ছবি: পিটিআই।
দু’দিন আগেই খবর পাওয়া গিয়েছিল দার্জিলিঙের সান্দাকফুতে তুষারপাত হচ্ছে। এই মরসুমের প্রথম তুষারপাত। আরে সেই তুষারপাতের টানে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। এই সময়ে দার্জিলিং, উত্তরাখণ্ডের বিভিন্ন শৈলশহর এবং কাশ্মীর তো বটেই, বরফের টানে শয়ে শয়ে পর্যটকেরা ভিড় জমান। এ বারও তার অন্যথা হয়নি। কিন্তু বরফ কোথায়? যে তুষারপাতের টানে পর্যটকেরা ভিড় জমান এই সব জায়গায়, শীতের মরসুম পড়ে গেলেও তার দেখা মিলছিল না। ফলে হতাশই হচ্ছিলেন পর্যটকেরা।
তবে পর্যটকদের নিরাশ না করে সোমবার থেকে জম্মু ও কাশ্মীরে নতুন করে তুষারপাত শুরু হয়েছে। প্রায় দু’মাস বরফের দেখা না মেলার পর এই তুষারপাতের ঘটনায় স্থানীয় তো বটেই, পর্যটকেরাও উচ্ছ্বসিত। পুরু বরফের স্তরে ঢাকা পড়েছে উপত্যকা। স্থানীয় সূত্রে খবর, তুষারপাতের জেরে বেশ কয়েকটি জায়গায় সাময়িক ভাবে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে রাস্তা পরিষ্কার করার পর আবার যান চলাচলও শুরু হয়।
জম্মু-কাশ্মীর পর্যটন দফতর তুষারপাতের ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ার করেছে। পর্যটকদের তুষারপাত উপভোগ করতে আহ্বান জানানো হয়েছে। বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। যদিও সেই ছবি বা ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ছবিতে কোথাও দেখা যাচ্ছে, গাছপালা, রাস্তাঘাট বরফের চাদরে সাদা হয়ে গিয়েছে।