প্রার্থীদের মনোনয়নপত্র জমাকে ঘিরে আড়ম্বর কম থাকবে বলে দাবি করছেন জেলা তৃণমূল নেতৃত্ব। ছবি: সংগৃহীত।
নিরাপত্তার জনিত কড়াকড়ির জন্য এমনিতেই নাকাল আম জনতা। জনতা যাতে আরও দুর্ভোগে না পড়ে, তার জন্য বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমাকে ঘিরে আড়ম্বর কম থাকবে বলে দাবি করছেন জেলা তৃণমূল নেতৃত্ব।
আজ, শুক্রবার বীরভূম লোকসভা আসনের জন্য মনোনয়ন পেশ করবেন শতাব্দী রায়। অন্য দিকে, বোলপুর কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূল প্রার্থী অসিত মাল। দল সূত্রে জানা গিয়েছে, মনোনয়নের সময় দুই প্রার্থীকে নিয়ে সিউড়ি চাঁদমারি মাঠ থেকে এসপি অফিস মোড় পর্যন্ত জাঁকজমক পূর্ণ শোভযাত্রা হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তার জন্য প্রশাসনের অনুমতিও নেওয়া হয়েছে। বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে র্যালি এ বারও হবে। কিন্তু তৃণমূল নেতারা জানাচ্ছেন, প্রশাসনিক ভবন চত্বরের চারদিকে এবং মূল রাস্তায় একাধিক পুলিশি ড্রপগেট থাকায় এসপি মোড় নয়, প্রশাসনিক ভবনের বেশ কিছুটা আগেই একটি পেট্রেল পাম্পের কাছে সেই শোভযাত্রা শেষ করা হবে। সেখান থেকে দুই প্রার্থী ও তাঁদের সঙ্গে মোট চার জন করে মনোনয়নপত্র জমা দিতে প্রশাসনিক ভবনে যাবেন। আজ বেলা ১১টায় শোভাযাত্রা শুরু হওয়ার কথা। দলের নেতাদের কথায়, এমনিতেই চারদিকে যানজট লেগে যাচ্ছে। মানুষকে কষ্ট দিয়ে খুব বেশি আড়ম্বর করা হবে না বলেই ঠিক হয়েছে।
গত বারও এসপি মোড় থেকে হুড খোলা গাড়িতে চেপে মনোনয়ন দিতে এসেছিলেন বিদায়ী সাংসদ। সেবার শতাব্দীর সঙ্গী ছিলেন বোলপুর আসনের প্রার্থী অনুপম হাজরা (যিনি এ বার দল বদলে বিজেপির হয়ে যাদবপুর কেন্দ্রের প্রার্থী)। গতবার দুই প্রার্থীকে নিয়ে জেলাশাসকের কার্যালয়ে আসতে দুপুর দুটো বেজে গিয়েছিল। এ বার অবশ্য নক্ষত্র মেনে দুপুর ১টা ৪২ মিনিটে মনোনয়ন দিতে চান শতাব্দী। একই সময়ে মনোনয়ন জমা দেবেন অসিত মাল।