মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ — নিজস্ব চিত্র।
মিথ্যা তথ্য দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার নবান্নে অমিতের বিরুদ্ধে সুর চড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথায়, ‘‘মিথ্যা তথ্য দেওয়া দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বেমানান।’’
দু’দিনের রাজ্য সফরে এসে রবিবার বোলপুর থেকে মমতার সরকারের একের পর এক ব্যর্থতার পরিসংখ্যান তুলে ধরেন অমিত। অন্য দিকে, দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেটরাজ ও আইনশৃঙ্খলার অবনতিতে বাংলা এগিয়ে বলেও দাবি করেন তিনি। অমিতের দেওয়া সেই পরিসংখ্যান সম্পূর্ণ মিথ্যা বলে পাল্টা দাবি করেন মমতা। তিনি বলেন, ‘‘উনি কিছু কথা সম্পূর্ণ মিথ্যা বলে গিয়েছেন। মিথ্যা তথ্য দেওয়া দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বেমানান। উনি বলেছেন আমরা নাকি ইন্ডাস্ট্রিতে শূন্য। অথচ আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশের মধ্যে প্রথম।’’
নিজের দল বিজেপি-র কথা শুনে স্বরাষ্ট্রমন্ত্রী এমন তথ্য দিয়েছেন বলে দাবি করেন মমতা। একইসঙ্গে তিনি জানান, অমিত শাহ যা যা ‘মিথ্যা’ বলেছেন সে সবের প্রমাণ তাঁর কাছে রয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রমাণ-সহ এ বিষয়ে সবিস্তার বলবেন বলে জানিয়েছেন মমতা।
রবিবার বোলপুরে রোড শো করেন অমিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওই রোড শোয়ের পর মমতাও সেখানে রোড শো করবেন বলে সোমবার জানিয়েছেন। নিজে মিছিলে হাঁটবেন বলে জানান মমতা। তিনি বলেন, ‘‘২৮ ডিসেম্বর বীরভূম যাব। ২৯ ডিসেম্বর মিছিল করব। ওটা মা-মাটি-মানুষের মিছিল হবে। রাঙামাটির মিছিল হবে।’’
আরও পড়ুন: করোনাভাইরাসের নয়া প্রজাতি, আতঙ্ক না ছড়াতে আর্জি স্বাস্থ্যমন্ত্রীর
তিনি আরও জানান, বাংলার মনীষীদের অপমান করছে বিজেপি। রবীন্দ্রনাথের জন্মস্থান সম্পর্কে জানে না বিজেপি, এই দাবিও করেন মমতা। তিনি বলেন, ‘‘রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কোনও অবমাননা মানব না। রক্ত দেওয়ার জন্য তৈরি থাকব। কিন্তু রবীন্দ্রনাথ, নজরুল, গাঁধীজি, বিবেকানন্দকে কখনও অপমান করতে দেব না।’’
আরও পড়ুন: ব্রিটেনে নয়া ভাইরাসের ধাক্কায় রেকর্ড পতন সেনসেক্স-নিফটি-র