Nanur

হত্যাকাণ্ডের প্রতিবাদ, নানুরে আজ বাম দল

‘সেভ ডেমোক্র্যাসি’র তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, ফিরদৌস শামিম প্রমুখকে নিয়ে একটি দলও নানুরে যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২১ ০৮:০১
Share:

প্রতীকী চিত্র।

বীরভূমের নানুরে নভেম্বর বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে লাল পতাকা তোলার পরে খুন হয়েছেন সিপিএম কর্মী বাদল শেখ। বামেদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা ওই ঘটনা ঘটিয়েছে। শাসক দল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তবে সিপিএম কর্মী খুনের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদের পথেই যাচ্ছে বামেরা। নানুরে আজ, শুক্রবার প্রতিনিধিদল পাঠাচ্ছে বামফ্রন্ট। রাজ্য বামফ্রন্ট থেকে ওই প্রতিনিধিদলে রবীন দেব, সুজন চক্রবর্তীদের থাকার কথা। ‘সেভ ডেমোক্র্যাসি’র তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, ফিরদৌস শামিম প্রমুখকে নিয়ে একটি দলও নানুরে যাবে। তার আগে বৃহস্পতিবারই বিভিন্ন জেলায় বাদল-হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিপিএম এবং বামফ্রন্ট। রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এ দিন বলেছেন, ‘‘রাজ্যে গণতন্ত্র যে আক্রান্ত, নানুরের ঘটনাই তার প্রমাণ। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ করছি এবং দোষীদের শাস্তির দাবি করছি।’’ বামফ্রন্টের বাইরে সিপিআই (এম-এল) লিবারেশনের মতো বামপন্থী দলও নানুরে ওই হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement