Siliguri

Siliguri: মহকুমা পরিষদে নির্বাচনের দাবি

বামফ্রন্টের বক্তব্য, মহকুমা পরিষদের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরে সরকারি আধিকারিকেরা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২১ ০৬:৩০
Share:

—প্রতীকী চিত্র।

শিলিগুড়ি মহকুমা পরিষদের বকেয়া ভোটের দিন ঘোষণা করার দাবি নিয়ে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করল বামফ্রন্টের প্রতিনিধিদল। বিধাননগরের পঞ্চায়েত ভবনে গিয়ে শুক্রবার মন্ত্রীর হাতে দাবিপত্র তুলে দেন তাঁরা। বামফ্রন্টের বক্তব্য, মহকুমা পরিষদের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরে সরকারি আধিকারিকেরা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন ভাতা, রেশন কার্ড, জব কার্ড-সহ নানা পরিষেবার বিষয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। চতুর্দশ ও পঞ্চদশ অর্থ কমিশন-সহ নানা খাতে ৪০ কোটিরও বেশি টাকা পঞ্চায়েতগুলোয় পড়ে রয়েছে। এমতাবস্থায় স্বাস্থ্যবিধি মেনেই দ্রুত মহকুমা পরিষদে নির্বাচন করার দাবি জানিয়েছেন বাম নেতারা। মন্ত্রীর আশ্বাস, সরকার যথাসময়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement