কলকাতা ও হাওড়া পুরসভার ভোটে বামফ্রন্টগত ভাবেই লড়তে চায় বামেরা। এই বিষয়ে কলকাতা ও হাওড়া জেলা বামফ্রন্টের প্রস্তাবেই সায় দিল রাজ্য বামফ্রন্ট। কলকাতা পুরসভার ১২৭টি ওয়ার্ড চিহ্নিত করেছেন জেলা বাম নেতৃত্ব, যেখানে তাঁরা প্রার্থী দিতে চান। বাকি ১৭টি ওয়ার্ডে বামেদের তরফে দাবিদার নেই। সেখানে কংগ্রেস বা এলাকায় পরিচিত কোনও নির্দল মুখকে সমর্থন করা হবে কি না, সেই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে হস্তক্ষেপ করবে রাজ্য বামফ্রন্ট। হাওড়ার ৫০টি ওয়ার্ডেই প্রার্থী দিতে চেয়েছে জেলা বামফ্রন্ট। আলিমুদ্দিন স্ট্রিটে বুধবার রাজ্য বামফ্রন্টের বৈঠকে দুই জেলার প্রস্তাবেই সিলমোহর দেওয়া হয়েছে।