সরকারি দুই ক্ষেত্রকে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়ার বিরোধিতা করে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যের দুই সাংসদ ও বিধায়ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া চিঠিতে রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য লিখেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসতে দেওয়া হলে দেশের সুরক্ষা ব্যবস্থার গোপনীয়তার সঙ্গে আপস করা হবে। প্রতিরক্ষায় বেসরকারিকরণের চেষ্টার ফলে অর্ডিন্যান্স ফ্যাক্টরি-সহ নানা সংস্থার কর্মীরী আতঙ্কে ভুগছেন বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি। রাজ্য সরকারি সংস্থা ‘মাদার ডেয়ারি’র পুরনো গৌরব ফিরিয়ে আনা, গ্রামীণ দুগ্ধচাষিদের স্বার্থ রক্ষা এবং সংস্থাকে সুষ্ঠু ভাবে সচল রেখে বেসরকারিকরণের চেষ্টা প্রতিহত করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুধবার চিঠি দিয়েছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।