‘দেশপ্রেম দিবসে’র দাবি, চিঠি মোদীকে

নেতাজির জন্মদিন ২৩ জানুয়ারিকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল ফরওয়ার্ড ব্লক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ০৪:১১
Share:

ফাইল চিত্র।

জাতীয়তাবাদের সঙ্কট চলছে দেশে। শান্তি, সংহতি ও সম্প্রীতির বাতাবরণ ভাঙতে বসেছে নানা বিভাজনকারী শক্তির অপচেষ্টায়। এই সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো ‘নায়ক’কে স্মরণ করার প্রয়োজনীয়তা আরও বেশি। এই যুক্তি দেখিয়েই নেতাজির জন্মদিন ২৩ জানুয়ারিকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল ফরওয়ার্ড ব্লক। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে ফ ব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস লিখেছেন, ‘নেতাজির স্মৃতিকে সামনে রেখে আপনার নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই কিছু পদক্ষেপ করেছে। নেতাজির জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ ঘোষণা করা হলে আপনার সরকারের মাধ্যমে দেশের মানুষ তাঁর প্রতি আরও সম্মান জানাতে পারবেন বলে আমাদের আশা’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement