SUCI

জোড়াতালি নয়, স্থায়ী বাঁধের দাবি

এই পরিস্থিতিতে উঁচু ও শক্ত, স্থায়ী নদীবাঁধ নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি জানাল এসইউসি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ মে ২০২১ ০৬:১০
Share:

প্রতীকী ছবি।

ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে জলোচ্ছ্বাসের জেরে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার অসংখ্য জায়গায় নদীবাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত। বাড়িঘর, ফসল বা মাছ চাষের তো বটেই, সুন্দরবনেরও সুদূরপ্রসারী ক্ষতির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে উঁচু ও শক্ত, স্থায়ী নদীবাঁধ নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি জানাল এসইউসি। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন, ‘আয়লা’ বা ‘আমপান’-এর সময়ে ভাঙা বাঁধ ঠিকমতো মেরামত না করা, ভরা বর্ষায় তাৎক্ষণিক জোড়াতালির কাজ করা এবং মেরামতির কাজে দুর্নীতির ফলে প্রতি বছরই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের উৎকণ্ঠায় থাকতে হচ্ছে এবং দুর্যোগে বিপদে পড়তে হচ্ছে। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্থায়ী নদীবাঁধ নির্মাণের পাশাপাশিই ‘ইয়াস’-এর ক্ষয়ক্ষতি পর্যালোচনায় সব রাজনৈতিক দল, স্থানীয় ক্লাব ও সমাজসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে কমিটি গড়ার দাবি জানিয়েছেন চণ্ডীদাসবাবু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement