AITC

TMC vs BJP: বিজেপি সভাপতি সুকান্তর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিক তৃণমূল, চান বর্ষীয়ান সাংসদ সৌগত

শনিবার বালুরঘাটের বিজেপি সাংসদের বক্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সৌগত বলেন, ‘‘আমি চাই, দল সুকান্তর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ অগস্ট ২০২২ ১৬:০৭
Share:

সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিক দল, চান সৌগত রায়। ফাইল চিত্র।

বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করলেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়। শনিবার বালুরঘাটের বিজেপি সাংসদের বক্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দমদমের বর্ষীয়ান সাংসদ বলেন, ‘‘আমি চাই, দল সুকান্তর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক। নতুবা তাঁর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি নিক।’’ নিজের এমন বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি আরও বলেন, ‘‘যে ভাবে সুকান্ত দিনের পর দিন আমাদের দলের বিরুদ্ধে মন্তব্য করে চলেছেন, তাতে আমাদের দলের উচিত হবে ওঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’’

Advertisement

প্রসঙ্গত, শনিবারই রাজ্যের শাসকদল তৃণমূলকে ‘বিষাক্ত রাজনৈতিক দল’ বলে আক্রমণ শানিয়েছেন বিজেপি সভাপতি। গত সপ্তাহে তৃণমূলের ‘খেলা হবে দিবস’ পালন নিয়েও কটাক্ষ করেছিলেন তিনি। সুকান্ত বলেছিলেন, ‘‘৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানে ঝান্ডার সঙ্গে ডান্ডা রাখতে হবে।’’ মমতাকে উদ্দেশ্য করে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বারবার ‘খেলা হবে’ বলছেন। আমি বলছি, যদি ময়দানে খেলতে চান, তা হলে পুলিশ ছাড়া খেলতে আসুন।’’ তাঁর ধারাবাহিক আক্রমণাত্মক মন্তব্য বন্ধ করতে চান সৌগত।

তৃণমূলকে ‘বিষাক্ত রাজনৈতিক দল’ বলা নিয়ে সুকান্তকে জবাব দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। তিনি বলেন, ‘‘বাংলার রাজনীতিতে কারা বিষাক্ত, তা বাংলার মানুষ ঠিক করবেন। আর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাঁরাই ঠিক করেছেন, কারা বাংলায় বিষাক্ত, আর কারা গ্রহণযোগ্য। সুকান্তবাবুকে বলব, এমন মন্তব্য না করে বাংলার মানুষের রায়কে মাথা পেতে নিতে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement