Hemant Soren

নেতাজির জন্মদিনে ছুটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন হেমন্ত সরেন

বিজেপি সরকার ২০১৫ সাল থেকে ছুটি তুলে দিয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ০৪:৫৯
Share:

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন।

ক্ষমতায় এসে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে রাজ্যে আবার সরকারি ছুটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। তখনই জানা গিয়েছে, বিজেপি সরকার ২০১৫ সাল থেকে ছুটি তুলে দিয়েছিল। নেতাজিকে শ্রদ্ধা জানানোর এই সিদ্ধান্তের জন্য হেমন্তকে চিঠি দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েই সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের বক্তব্য, ‘‘অন্যদের দেশপ্রেমের পাঠ না দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত নেতাজির জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ ঘোষণা করা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement