Left Front

রেলে প্রতিবাদ বাম যুবদের

বেসরকারিকরণ ও শূন্য পদে নিয়োগ না করার সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার রাজ্য জুড়ে রেলের নানা দফতরে প্রতিবাদে নামল বাম যুব সংগঠনগুলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২০ ০১:৫৯
Share:

পূর্ব রেলের দফতরে বাম যুব নেতারা। —নিজস্ব চিত্র।

প্রাথমিক ভাবে ১০৯টি রুটে ১৫১ জোড়া ট্রেন বেসরকারি হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। সেই সঙ্গেই বহু শূন্য পদে আর নিয়োগ না করারও সিদ্ধান্ত হয়েছে। বেসরকারিকরণ ও শূন্য পদে নিয়োগ না করার সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার রাজ্য জুড়ে রেলের নানা দফতরে প্রতিবাদে নামল বাম যুব সংগঠনগুলি। কলকাতায় পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের দফতরেও প্রতিবাদ জানাতে গিয়েছিলেন ডিওয়াইএফআই, যুব লিগ এবং আরওয়াইএফ নেতারা। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র বলেন, ‘‘শোনা যায়, প্রধানমন্ত্রী আগে স্টেশনে চা বিক্রি করতেন। এখন স্টেশন, ট্রেন সব বিক্রি করে দিচ্ছেন! প্রতীকী প্রতিবাদ হল এ দিন। প্রয়োজন হলে এর পরে রেলের বিভিন্ন দফতরে তালা ঝুলিয়ে দেওয়া হবে!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement