Protest

মহিলাদের দাবি-প্রতিবাদ

হাজরা মোড়ে শুক্রবার সভা করে এই দাবি ও প্রতিবাদের বিষয়ে সরব হয়েছেন গণতান্ত্রিক মহিলা সমিতি, পশ্চিমবঙ্গ মহিলা সমিতি সমিতি-সহ বামপন্থী মহিলা সংগঠনগুলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২০ ০৩:১৩
Share:

কলকাতায় হাজরা মোড়ে বামপন্থী মহিলা সংগঠন গুলির ডাকে জাতীয় প্রতিবাদ দিবসের সভা।—ফাইল চিত্র।

বিশেষ পরিস্থিতিতে সকলের জন্য অন্তত ৬ মাস ১০ কেজি খাদ্যশস্য দেওয়ার দাবি এবং লকডাউনের সুযোগ নিয়ে শ্রম আইন শিথিল বা রাষ্ট্রায়ত্ত নানা সংস্থার বেসরকারিকরণের মতো নানা সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রতিবাদ দিবস পালন করল বামপন্থী মহিলা সংগঠনগুলি। এর সঙ্গেই মহিলাদের উপরে সব রকম হিংসা বন্ধের দাবি নিয়ে পথে নেমেছিল তারা। হাজরা মোড়ে শুক্রবার সভা করে এই দাবি ও প্রতিবাদের বিষয়ে সরব হয়েছেন গণতান্ত্রিক মহিলা সমিতি, পশ্চিমবঙ্গ মহিলা সমিতি সমিতি-সহ বামপন্থী মহিলা সংগঠনগুলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement