Farhan Akhtar-Shibani Dandekar

৫১তম জন্মদিনেই সুখবর ফারহানের জীবনে, ফের বাবা হচ্ছেন অভিনেতা!

বিয়ের দু’বছরের মাথায় সুখবর। বাবা-মা হতে চলেছেন ফারহান-শিবানী। যদিও এর আগে দু’বার বাবা হওয়ার অভিজ্ঞতা রয়েছে ফারহানের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৪:৩৪
Share:

ফারহান আখতার ও শিবানী দান্ডেকর। ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার ৫১ বছরে পা দিয়েছেন অভিনেতা পরিচালক ফারহান আখতার। ঘটা করে জন্মদিন উদ্‌যাপন করেছেন অভিনেতা। ২০২২ সালে অভিনেত্রী তথা সঞ্চালিকা শিবানী দান্ডেকরের সঙ্গে দ্বিতীয় বিয়ে সেরেছেন অভিনেতা। বিয়ের দু’বছরের মাথায় সুখবর। বাবা-মা হতে চলেছেন ফারহান-শিবানি। ফারহান অবশ্য বাবা হবেন এই নিয়ে তৃতীয় বার।

Advertisement

২০০০ সালে কেশসজ্জা শিল্পী অধুনা ভবানীকে বিয়ে করেন ফারহান আখতার। দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য তাঁদের, ২০১৭ সালে বিচ্ছেদ। তার পর, ফারহান ২০২২ সালে শিবানীকে বিয়ে করেন। অধুনা-ফারহানের দুই মেয়ে। কৈশোর পার করে ফেলেছেন তাঁরা। বাবার দ্বিতীয় বিয়েতে উপস্থিত ছিলেন দু’জনেই। দীর্ঘ তিন বছর সম্পর্কে থাকার পর ফারহানের সঙ্গে ঘর বাঁধেন শিবানী। যে কোনও অনুষ্ঠানে স্বামীর গোটা পরিবারের সঙ্গে আনন্দে উৎসবে শামিল হন। তবে ফারহানের প্রাক্তন স্ত্রীর সঙ্গে বর্তমান স্ত্রীর সম্পর্ক কেমন, তা নিয়ে উৎসাহী অনেকেই।

স্বামীর প্রাক্তন স্ত্রী মানেই মুখ দেখাদেখি নেই, তেমন সম্পর্ক নয় অধুনা-শিবানীর। বরং অধুনার প্রশংসাই করেন শিবানীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “ফারহান ও অধুনা দু’জনেই বাবা-মা হিসেবে খুব সফল। ওঁদের দুই মেয়ের মা হয়ে ওঠার কোনও চেষ্টাই আমি করি না। কারণ, অধুনা খুব ভাল মা। আমরা গোটা পরিবার আছি দুই মেয়ের পাশে, যখনই ওদের প্রয়োজন হবে আমি রয়েছি।” তবে বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ প্রভাব ফেলেছিল দুই মেয়ের উপর। এ বার ফারহানের বাবা হওয়ার খবরে অবশ্য সিলমোহর দেননি পরিচালক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement